কেরানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

দক্ষিন কেরানীগঞ্জে মোঃ রনি (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চুনকুটিয়া চৌরাস্তা শমসের পুল এলাকার ডাঃ শামীম মিয়ার ৮তলা ভবনের বেইজমেন্ট থেকে পুলিশ রনির লাশ উদ্ধার করেছে। তবে এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই এলঅকা থেকে ৩ যুবককে আটক করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সদিক জানান, লোকমুখে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ওই ভবনের বেইজমেন্ট থেকে রনির লাশ উদ্ধার করা হয়েছে। রনির সারা শরীরে নিলাফোলা জখম রয়েছে। ধারনা করা হচ্ছে কয়েকজন একত্রিত হয়ে তাকে কিলঘুষি ও পিটুনি দিয়ে হত্যা করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই মোঃ ফিরোজ বলেন, আমার ভাই অটোরিক্সা চালাতো। তার সাথে কারো কোন বিরোধ ছিলো না। কারা তাকে হত্যা করেছে বুঝতে পারছি না। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ জামান জানান, এঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,দুই বিঘা আয়তনের কারখানায় প্রবেশের গেট মাত্র একটি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!