কেরানীগঞ্জে মোবাইল ব্যাংকিং অপব্যবহার রোধে এজেন্টদের নিয়ে থানা পুলিশের সমন্বয় সভা

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে কেরানীগঞ্জে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর (বিকাশ,রকেট,নগদ) এজেন্টদের সাথে সমন্বয় সভার আয়োজন করেছে কেরানীগঞ্জ সার্কেল পুলিশ।

২০ ফেব্রæয়ারী বুধবার কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে আয়োজিত এ সমন্বয় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান, ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো: নজরুল হোসেন, কেরানীগঞ্জে বিকাশ ডিসট্রিবিউশন ম্যানেজার মো: সৈকত ও কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলতাফ হোসেন মিন্টু।

সভায় কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে আগত মোবাইল ব্যাংকিং এজেন্টরা তাদের সমস্যার কথা এবং সমস্যা প্রতিকারের জন্য বিভিন্ন দাবী দাওয়া আইন শৃঙ্খলা বাহিনী ও কোম্পানীগুলোর উদ্দেশ্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তেব্য রামানন্দ সরকার এজেন্টদের উদ্দ্যেশে বলেন, দেশে ৯ বছর ধরে মোবাইল ব্যাংকিং চালু হয়েছে। এটি বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন প্রভাব রাখছে। বর্তমানে প্রায় ১৬টি কোম্পানীর মোবাইল ব্যাংকিং এ গ্রাহকের সংখ্যা ৭ কোটি ৬০ লাখ। কোন গ্রাহকের আইডি কার্ড ছাড়া তার সাথে টাকা পয়শা লেনদেন করবেন না। পুলিশ জনগনের বন্ধু আপনার সমস্যার কথা পুলিশকে জানান। সন্দেহ মূলক লেনদেন মনে হলে নিকটস্থ থানায় জানান। বাংলাদেশ পুলিশ জনগনের সেবা দিতে সব সময় প্রস্তুত।

আপনার সমস্যা আমাদের জানালে আমরা সেবা দিতে সাথে সাথে প্রস্তুত। প্রতি বছর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মানি লন্ডারিং সহ নানা ধরনের অপরাধ হচ্ছে। আপনারা যদি সচেতন হন এ অপরাধ অনেকাংশে কমে যাবে।

কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা আলামীন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম।#

নিউজ ঢাকা

আরো পড়ুন,নরসিংদীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Check Also

কেরানীগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

কেরানীগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের বনগ্রামে নিজ বাড়ির চতুর্থ তলার বেলকনি থেকে পড়ে তাহমিনা (৩৫) নামে এক নারীর …