কেরানীগঞ্জে বিআরটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ দালাল আটক

ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন বিআরটিএ আদালত-০৮। বুধবার সকাল সাড়ে দশটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারাহ্ সাদিয়া তাজনিন। অভিযানে দালাল চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।

আটকৃতরা হলো- বাদলমিয়া (৪০),রুবেল মিয়া (২৫), বিল্লাল (৩০), তারিফ (২৫), মোস্তফা কামাল (৩০), আব্দুল খালেক (৬৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ্ সাদিয়া তাজনিন বলেন, আজকে অভিযান পরিচালনা করে দালল চক্রের ৬ সদস্যকে আটক করে তাদের কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়েছি। দালালদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

উল্লেখ্য কেরানীগঞ্জ বিআরটিএ অফিসে দালালদের দৌড়াত্ব বেড়েই চলেছে। দালাল চক্রের কাছে জিম্মি এখানে সেবা নিতে আসা জনসাধারন। অধিকাংশ গ্রাহকের অভিযোগ দালাল ছাড়া নরে না ফাইল। কতৃপক্ষের ছত্র ছায়ায় থেকেই দালালরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নিউজ ঢাকা

আরো পড়ুন,তেজগাঁওয়ে পুলিশ-পোশাক শ্রমিক মুখোমুখি

Check Also

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে …