সামসুল ইসলাম সনেট: রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ অজ্ঞাতনামা (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে। নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির এস আই এনায়েত হোসেন জানায়, মঙ্গলবার ২৩ জুলাই বিকাল ৫টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নতুন সোনাকান্দা গ্রামের ঢাকা বান্ধুরা সড়কের পাশে ছাড়া ভিটা নামক স্থানে ছেলেরা ফুটবল খেলছিলো।
ফুটবলটি বালির মাঠের পাশে থাকা শন ক্ষেতে গেলে তা আনতে গিয়ে একটি লাশ চোখে পড়লে তারা পাশে থাকা নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
আমরা ঘটনাস্থলে গিয়ে একটি নারীর অর্ধ গলিত লাশ দেখতে পাই। ধরণা করা হচ্ছে কে বা কারা ৫/৬ দিন আগে লাশটি ফেলে রেখে গেছে। এনিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। লাশ টি দেখার জন্য উৎসুক এলাকাবাসী ভীর করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ময়না তদন্তের জন্য পুলিশ লাশটি নিয়ে গেছে এবং এ ব্যপারে এখনো পর্যন্ত কোন মামলাও হয়নি।
আরো পড়ুন,নরসিংদীতে করোনা আতঙ্কে মাস্কের মূল্য ৪ গুণ প্রশাসনের নজরদারি অভাব বলছে ক্রেতা