কেরানীগঞ্জে পুনাক এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার (১৮ জানুয়ারি )রাত ৮ টায় আগানগর ইউনিয়নের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণ (পুনাক)এর আয়োজন এ শীতবস্ত্র বিতরণ করা হয় ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণের সভাপতি রোজালিন ফারাহানা লাভলী`র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ দক্ষিণ ) মাছুম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) মুহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) রামানন্দ সরকার, কেরানীগঞ্জ মডেল থানা`র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম এছাড়ও ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণ পুনাকের নেতৃবৃন্দ সহ কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে শ্রী শ্রী দূর্গাপূজা

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …