কেরানীগঞ্জে পাশের হার ৬৭.৭৫ জিপিএ-৫ পেয়েছে ১১জন

সামসুল ইসলাম সনেটঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর সার্বিকভাবে পাশ করেছে ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী।

এদিকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে পাশ করেছে ৬৭.৭৫% শিক্ষার্থী। কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নিলুফার জাহান জানান, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কেরানীগঞ্জ থেকে সর্বমোট ২৭৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ১৮৬০ জন এবং ফেল করেছে ৫৮৫ জন শিক্ষার্থী । ১১ জন শিক্ষার্থী সর্বোচ্চ পয়েন্ট জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কেরানীগঞ্জ থেকে কোন প্রতিষ্ঠানই ১০০% কৃতকার্য বা অকৃতকার্য হয়নি। ৯০.৩৪% পাশ করে কেরানীগঞ্জের সেরা কালিন্দীর কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে পাস করেছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। ফেল করেছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৫৭ জন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,ঈদে নৌপথে বাড়তি চাপ সমলাতে স্পেশাল সার্ভিসের ব্যবস্থা করা হবে – নৌ প্রতিমন্ত্রী

Check Also

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে …