কেরানীগঞ্জে পাশের হার ৬৭.৭৫ জিপিএ-৫ পেয়েছে ১১জন

সামসুল ইসলাম সনেটঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর সার্বিকভাবে পাশ করেছে ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী।

এদিকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে পাশ করেছে ৬৭.৭৫% শিক্ষার্থী। কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নিলুফার জাহান জানান, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কেরানীগঞ্জ থেকে সর্বমোট ২৭৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ১৮৬০ জন এবং ফেল করেছে ৫৮৫ জন শিক্ষার্থী । ১১ জন শিক্ষার্থী সর্বোচ্চ পয়েন্ট জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কেরানীগঞ্জ থেকে কোন প্রতিষ্ঠানই ১০০% কৃতকার্য বা অকৃতকার্য হয়নি। ৯০.৩৪% পাশ করে কেরানীগঞ্জের সেরা কালিন্দীর কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে পাস করেছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। ফেল করেছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৫৭ জন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,ঈদে নৌপথে বাড়তি চাপ সমলাতে স্পেশাল সার্ভিসের ব্যবস্থা করা হবে – নৌ প্রতিমন্ত্রী

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!