মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় তিন ঔষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো- মা ড্রাগ হাউজ, মনুরবাগ ফার্মেসি এবং মা ডিপার্টমেন্টাল স্টোর।
বৃহস্পতিবার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব ঔষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় তিন প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এসময় সঙ্গে ছিলেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, মুন্সিগঞ্জ অফিসের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
বাজার অভিযানের সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ এর সদস্যরা।
সুত্র: জাগো নিউজ।
আরো পড়ুন: যে সকল নায়িকারা সালমানের সাথে ছবি করতে চান না।
বলিউড সুপারস্টার সালমান খান। মোস্ট এলিজেবেল ব্যাচেলার। বলিউডের ‘ভাইজান’। তাঁর এক ঝলকে কুপকাত অগণিত ভক্তকূল। বক্স অফিসের ‘সুলতান’ তিনি। তাঁর সঙ্গে অভিনয় করা অভিনেত্রীদের কাছে অনেকটা স্বপ্নের মতো। যারাই ফ্লপ হন তারাই দ্বারস্থ হন সালমানের দুয়ারে। তার সঙ্গে ছবি করলেই হিট! অথচ এই সালমান খানের সঙ্গেই অভিনয় করতে চান না বেশ কয়েকজন তারকা অভিনেত্রী। খবর এবেলার।
দীপিকা পাডুকোন। অনেকের মতে, তিনিই বর্তমান সময়ের বলিউড রানী৷ প্রতিটি হিট ছবি তার ঝুলিতে৷ টিনসেলের অন্যতম বিখ্যাত অভিনেত্রী তিনি৷ তার সঙ্গে সালমান খানের পেয়ারিং দেখতে অনেকেই উৎসাহিত৷ তাদের একই ছবির নায়ক-নায়িকা হিসেবে দেখতে চেয়েছেন বহু নির্মাতা৷ সেই মতো এগোতে গেলেও প্রতিবারই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং দীপিকা৷ ছলে-বলে প্রায় পাঁচবার সাল্লুর সঙ্গে কাজ করার অফার ফিরিয়ে দিয়েছেন তিনি৷ কারণ যা সামনে এসেছে তা হল স্ক্রিপ্ট পছন্দ হয়নি হিরোইনের৷ আসল কারণ যে এটাই সে নিয়ে বেশ সন্দেহ রয়েছে৷
সোনালি বেন্দ্রে: সোনালি ও সালমান খানের জুটি সবার মন কেড়েছিল৷ তাদের রোমান্টিক কেমিস্ট্রি ‘হম সাথ সাথ হ্যয়’ ছবির অন্যতম আকর্ষণ৷ তবে এই ছবির পর আর কখনও একই ছবিতে দেখা যায়নি তাদের৷ যদিও সালমানের কয়েকটি মুভিতে ক্যামিও করতে দেখা গিয়েছিল সোনালিকে৷
তবে ধারণা করা যেতে পারে, কৃষ্ণসার হত্যা মামলার জন্যই বেঁকে বসেন অভিনেত্রী৷ সেই দুর্ঘটনার পরই হয়তো আর ‘ভাইজানের’ সঙ্গে কাজ করতে রাজি হননি তিনি৷
জুহি চাওলার: জুহি চাওলার সঙ্গে সালমান একবারই একটি ছবিতে অভিনয় করেন তাও স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন সালমান৷ ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’৷ দু’জন তারকাই নয়ের দশকে বিশাল ডিমান্ড৷ তবে তারা কেন একসঙ্গে কাজ করেননি তা এখনও রহস্য৷