কেরানীগঞ্জে ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

সামসুল ইসলাম সনেট, কেরানীগঞ্জ(ঢাকা): রাজধানী ঢাকার কেরানীগঞ্জয় উপজেলায় ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ১৬ই মে রোজ বৃহস্পতিবার সকাল ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়য় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান( ফারুক) চৌধুরী। প্রথম দিনে কোন্ডা ইউনিয়নে ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হয়।

অতপর পর্যায়ক্রমে ২৩মে তেঘরিয়া ইউনিয়নে তেঘরিয়া উচ্চবিদ্যালয়ে , ২৮মে বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজে, ৯ জুন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে , ২৫ জুন আগানগর ইউনিয়ন কার্যালয়ে , ২৯ জুন জিনজিরা ইউনিয়নের জিনজিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ,৭ জুলাই কালিন্দী ইউনিয়নের পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চবিদ্যালয়ে , ১১ জুলাই শাক্তা ইউনিয়নের শাক্তা সরকারি উচ্চবিদ্যালয়ে , ১৭ জুলাই তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল উচ্চবিদ্যালয়ে , ২১ জুলাই রােহিতপুর ইউনিয়নের রােহিতপুর উচ্চবিদ্যালয়ে , ২৪ জুলাই কলাতিয়া ইউনিয়নের তালেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে এবং ২৮ জুলাই হযরতপুর ইউনিয়নের হযরতপুর উচ্চবিদ্যালয়ে গিয়ে এর কার্যক্রম শেষ হবে।

নিউজ ঢাকা ২৪

আরো পড়ুন: জিডি করার নিয়ম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!