কেরানীগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

কেরানীগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের বনগ্রামে নিজ বাড়ির চতুর্থ তলার বেলকনি থেকে পড়ে তাহমিনা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকালের দিকে এই ঘটনা ঘটে।

নিহত তাহমিনা বনগ্রামের সাইদুর রহমানের মেয়ে, বিল্লাল হোসেনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী বিল্লাল হোসেন বলেন, ‘আমাদের নিজ বাড়ির নির্মাণাধীন চারতলা ভবনের বেলকনিতে গ্রিল না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে আমার স্ত্রী আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন-অর রশীদ বলেন, সকাল ১০টার দিকে চারতলাবিশিষ্ট ভবনের থেকে নিচে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরো পড়ুনঃ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩ হাজার ৭০৯, বহিষ্কার ২০

Check Also

শিশু সাহিল অপহরনের ছয় ঘন্টার মধ্যে অপহরনচক্র গ্রেফতার

শিশু সাহিল অপহরনের ছয় ঘন্টার মধ্যে অপহরনচক্র গ্রেফতার

মোঃ রুবেল পেশায় একজন ফল ব্যবসায়ী। তিনি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে গোলাম বাজার সানোয়ার …