কেরানীগঞ্জে কম্পিউটার প্রশিক্ষনের সনদ বিতরণ

কেরানীগঞ্জে তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষনের সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৬ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে এটিচিউড আইটি এন্ড স্কীল ডেভলপমেন্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে এটিচিউড আইটি এন্ড স্কীল ডেভলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ আফতাব উদ্দিন কমল।
এসময় আরো বক্তব্য রাখেন, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন, সাংবাদিক মোঃ নাজিম উদ্দিন ইমন, স্টারলিট আইটি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপন পরিচালক শিকদার শিমুল, পরিচালক মার্কেটিং মোবারক হোসাইন মিলন, এটিচিউড আইটি এন্ড স্কীল ডেভলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর মিলন ও পরিচালক আইটি রিয়াজ আহমেদ প্রমুখ।

মোঃ নাজিম উদ্দিন।

নিউজ ঢাকা ২৪।

 

আরো পড়ুন: সাংবাদিকদের ওপর হামলাকারী গ্রেফতার হয় না কেন।

গেল সপ্তাহে বিএনপি অফিসের সামনে হেলমেটধারী একদল যুবক নাশকতা করলে তাদের ৫ দিনের মধ্যেই গ্রেফতার করে পুলিশ। এর ফলে জনসম্মুখে প্রশ্ন আসে তাদের ৫ দিনের ভেতর গ্রেফতার করতে পারলে, গেল ৫ই আগষ্ট সাংবাদিকদের উপর হামলাকারী সেই হেলমেটধারীদের কেন এখনো গ্রেফতার করছে না পুলিশ? যেখানে তাদের ছবি ,ভিডিও ফুটেজ সব ই আছে পুলিশের কাছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলামকে প্রশ্ন করেন বেসরকারী টেলিভিশনের এক সাংবাদিক। সাংবাদিক বলেন : যারা হেলমেট পরে মুখ ঢেকে নাশকতা করেছে তাদের শনাক্ত করে গ্রেফতারের সক্ষমতা দেখানোয় আপনাদের ধন্যবাদ। তবে একই ঘটনা ঘটেছিল চলতি বছরের ৫ আগস্ট। ওইদিন সাংবাদিকদের হেলমেট পরে লাঠি দিয়ে পিটিয়েছিল কয়েকজন যুবক। তারা এখনও ঢাকা কলেজের রাজনীতি করছে। তাদের কেন ধরা হচ্ছে না? নাকি পুলিশের ওপর হামলা হয়েছে দেখে তাদের ধরা হয়েছে, সাংবাদিকদের ওপর হামলা হয়েছে বলে পুলিশ আগ্রহ দেখাচ্ছে না?’

Check Also

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে …