ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে মূল সড়ক থেকে (ঢাকা মাওয়া মহাসড়ক) অজ্ঞাতনামা এক পুরুষের (৫০) লাশ উদ্ধার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।
নিহতের পরনে লুঙ্গি সুয়েটার ও একটা গেঞ্জি ছিলো। ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানা সুত্রে জানা যায়, শনিবার মধ্যে রাতে মূল সড়কের পাশেই একটি লাশ দেখতে পেয়ে পথচারীরা থানায় খবর দেন। এরপর পুলিশ মধ্যে রাতেই রাস্তার পাশে থেতলানো অবস্থায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মর্গে প্রেরন করে। ধারনা করা হচ্ছে পথ পাড়াপাড় হবার সময় দুরন্ত গতির কোন গাড়ির সাথে ধাক্কা খেয়ে লোকটি মারা যেতে পারে।