কেরানীগঞ্জ(ঢাকা )প্রতিনিধি :ব্যাংকিং সেবা সাধারণ জনগনের দোর গোড়ায় পৌঁছে দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার কেরানীগঞ্জে চালু করল এজেন্ট ব্যাংকিং কার্যক্রম। গতকাল ২৪ ডিসেম্বর বেলা ১২টায় শাক্তা ইউনিয়ন খোলামোড়া এলাকার আবুল হাসেন মার্কেট ভবনে উদ্বোধন করা হয়েছে ইসলামী ব্যাংক শাখার।
আটিবাজার শাখা প্রধান এভিপি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোন-এর পধান আবু ছাঈদ মো: ইদ্রিস। এসময় বিশেষ অতিথি ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন ও সাবেক চেয়ারম্যান সুলতান খান । এ সময় আরো বক্তব্য রাখেন খোলামোড়া এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ল ল্যান্ডলড হাজী আবুল হাশেম, ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারেক , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক ইকবাল হোসেন রতন প্রমুখ।
ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোন-এর পধান আবু সাঈদ মো: ইদ্রিস বলেন, ইসলামী ব্যাংক সাধারণ মানুষের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে। তিনি বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে এ উদ্যোগ আরো বেগবান হবে। তিনি স্থানীয় জনগণকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহনের আহ্বান জানান।