কেরানীগঞ্জে দুই মাথা ওয়ালা বাছুর এর জন্ম দিয়েছে জাফর আলি সাহেবের ডেইরী ফার্মের গাভী।
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের বাঘাপুর গ্রামে ৩ গতকাল বৃহস্পতিবার বিকালে এই বিরল ঘটনাটি ঘটেছে।
জাফর সাহেবের ছেলে নাঈম জানান, বৃহস্পতিবার বিকালে তার গাভীটি একটি দুই মাথাওয়ালা বাছুর এর জন্ম দেয়। তবে ডেলিভারি করাতে পশু চিকিৎসকের সাহায্য নিয়েও এক ঘন্টা সময় লেগেছে।
কালো সাদা রঙের বাছুরটির চারটি পা,চারটি চোখ, চারটি কান,দুইটি মুখ,তিনটি নাক ও জিহ্বা রয়েছে। বাছুর গরুটি এখন সুস্থ হলেও দাড়াতে পারেনা। তাকে ফিটারের সাহায্যে দুধ পান করানো হচ্ছে। তবে এমন দুই মাথাওয়ালা প্রাণীর বেচে থাকার সম্ভাবনা খুবই কম।
মুহূর্তের মধ্যেই খবরটি ঐ এলাকাসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় মানুষ ভির জমাচ্ছে এই আজব বাছুর গরুটিকে এক নজর দেখার জন্য।
মোহাম্মদ উল্লাহ মাহমুদ।
আরো পড়ুন: ঢাকা ৩ আসন থেকে নির্বাচিত
ঢাকা ৩ সংসদীয় আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নসরুল হামিদ বিপু।
নৌকা প্রতীক নিয়ে নসরুল হামিদ বিপু পেয়েছেন ২,২১,১৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৫৯২ ভোট।
এছাড়াও ঢাকা ৩ আসন থেকে মজিবর রহমান মই মার্কা নিয়ে, আলী রেজা মটর গাড়ি প্রতীক নিয়ে , আরিফুর রহমান সিংহ প্রতীক নিয়ে, মোস্তফা মহসীন মন্টু সূর্য প্রতীক নিয়ে, সুলতান আহমেদ হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
ফলাফল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপসচিব মনজুরুল হাফিজ, ম্যাজিষ্টেট সানজিদা পারভীন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাকির আহমেদ, উপজেলা ভুমি অফিসার মতিউর রহমান, জুডিশিয়াল মেজিস্টেট শাহীন রহমান প্রমুখ।