কালবৈশাখীতে কেরানীগঞ্জে প্রান হারালো দুজন

কেরানীগঞ্জ থেকে নৌকা দিয়ে কামরাঙ্গীর চর  যাওয়ার পথে ঝড়ের কবলে পরে নৌকা ডুবে দুজন মারা গেছে। এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছেন । রবিবার (৩১ মার্চ) রাতে ঝড়ের সময় যাত্রীবাহী নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– রিমা আক্তার (২৮) ও তার  ছেলে মো. আলী (৩)। তারা কামরাঙ্গীর চরের মাতবর বাজার এলাকায় বসবাস করেন।

ঘটনাস্থলে উপস্থিত কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. রাসেল মোল্লা জানান, নৌকাটি নদীর মাঝামাঝি আসার পর প্রবল ঝড়ের কবলে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি  ডুবে যায়। ওই নৌকাতে  আরো কয়েকজন যাত্রী ছিল। অন্য সবাই সাতরে জীবিত উঠলেও রিমা ও তার ছেলেকে মৃত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে।

নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

নিউজ ঢাকা

আরো পড়ুন,নরসিংদীতে পরকীয়ার কারণে যুবকের খুন!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে গায়ে আগুন দিলেন গৃহবধূ

  ঢাকার কেরানীগঞ্জে ফাহমিদা আক্তার (২০) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে গায়ে কেরোসিন …

error: Content is protected !!