এ.এইচ.এম সাগর: সন্ত্রাসের জনপদ ঢাকার কামরাঙ্গীরচরে নবম শ্রেণীর এক ছাত্রী (১৭) কে ধর্ষণের ঘটনায় কামরাঙ্গীরচর আলীনগরস্থ ঢাকা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল রবিবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে মহামান্য আদালত তিন দিনের রিমান্ড মন্জুর করেন।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বলেন ধর্ষিতার মা মোসাম্মৎ সালমা খান গত ২৯ জুন থানায় হাজির হয়ে জানায় যে তার স্কুল পড়ুয়া নবম শ্রেনীর ছাত্রীকে তারই স্কুরের প্রধান শিক্ষক কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে। পরে ওসির নের্তৃত্ব শনিবার রাত দেড়টার সময় সাভার থানার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামকে তার ফুফাতো ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার অপরাধ শিকার করেছেন। তিনি আরো বলেন অভিযুক্ত প্রধান শিক্ষক ৩৫বছর ধরে উক্ত এলাকায় শিক্ষকতা করে আসছেন। তার সাথে নির্যাতিত স্কুল ছাত্রীর পরিবারের সাথে সু-সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের জের ধরে গত ২৪ জুন উক্ত শিক্ষক মেয়েটির বান্ধুবি সুমির বাসায় বেড়াতে নিয়ে তাকে জোর পূর্বক দুইবার ধর্ষন করে। পরে নির্যাতিত স্কুল ছাত্রী তার মায়ের কাছে নির্যাতনের কথা জানালে তার মা মোসাম্মৎ সালমা খান বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন । যার মামলা নম্বর ৪১।