এস এস সি ফর্ম ফিলাপে ডেফোডিল স্কুল এন্ড কলেজের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

জাহীদুল ইসলাম: টংগী বিসিক শিল্প নগরীর পাশে অবস্থিত   ডেফোডিল স্কুল এন্ড কলেজ এর বিরুদ্ধে এস এস সির ফর্ম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক।

সরকার এবারের এস এস সি ফর্ম ফিলাপের জন্য নির্ধারিত ১৮০০ টাকা কথা বললেও তার ব্যাতিক্রম দেখা গেছে বেশ কিছু স্কুলে।  ডেফোডিল স্কুলেও এর ব্যাতিক্রম পরিলক্ষীত হয়।

অভিভাবকরা অভিযোগ করেন সরকার নির্ধারিত টাকার চেয়ে কয়েকগুন বেশি টাকা রাখা হচ্ছে এখানে। ১৮০০ টাকার পরিবর্তে ৭৫০০ টাকা রাখা হচ্ছে।

অনেক গরিব ছাত্র ছাত্রী থাকলেও তাদের কোন ছাড় দেয়া হচ্ছে না। এবং যারা ৭৫০০ টাকা দিতে পারবে না তাদের ফর্ম ও ফিলাপ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক অভিভাবক।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা রাশিদা বেগমের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমরা অন্য স্কুলের অধীনে পরীক্ষা দেই। সেখানেই আমাদের ৪২০০ টাকা দিতে হয় । ৭৫০০ টাকা কেন নেই স্কুলে আসেন সরাসরি কথা বলবো  বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,শ্রীলঙ্কায় ছয়টি ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪২, আহত ২৮০

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাহারছড়ায় জমির বিরোধে সাংবাদিকদের প্রতিপক্ষ সন্দেহ করে মারধর; উভয় পক্ষের আহত-৩

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউপির বাইন্না পাড়া এলাকায় বিরোধীয় জমির মালিক পক্ষ ও ৩জন …

error: Content is protected !!