এস এস সি ফর্ম ফিলাপে ডেফোডিল স্কুল এন্ড কলেজের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

জাহীদুল ইসলাম: টংগী বিসিক শিল্প নগরীর পাশে অবস্থিত   ডেফোডিল স্কুল এন্ড কলেজ এর বিরুদ্ধে এস এস সির ফর্ম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক।

সরকার এবারের এস এস সি ফর্ম ফিলাপের জন্য নির্ধারিত ১৮০০ টাকা কথা বললেও তার ব্যাতিক্রম দেখা গেছে বেশ কিছু স্কুলে।  ডেফোডিল স্কুলেও এর ব্যাতিক্রম পরিলক্ষীত হয়।

অভিভাবকরা অভিযোগ করেন সরকার নির্ধারিত টাকার চেয়ে কয়েকগুন বেশি টাকা রাখা হচ্ছে এখানে। ১৮০০ টাকার পরিবর্তে ৭৫০০ টাকা রাখা হচ্ছে।

অনেক গরিব ছাত্র ছাত্রী থাকলেও তাদের কোন ছাড় দেয়া হচ্ছে না। এবং যারা ৭৫০০ টাকা দিতে পারবে না তাদের ফর্ম ও ফিলাপ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক অভিভাবক।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা রাশিদা বেগমের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমরা অন্য স্কুলের অধীনে পরীক্ষা দেই। সেখানেই আমাদের ৪২০০ টাকা দিতে হয় । ৭৫০০ টাকা কেন নেই স্কুলে আসেন সরাসরি কথা বলবো  বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,শ্রীলঙ্কায় ছয়টি ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪২, আহত ২৮০

Check Also

স্কাউটস বন্যা ও ঘুর্ণিঝড়

কিশোরগঞ্জে স্কাউটস এর বন্যা ও ঘুর্ণিঝড় পরবর্তি উদ্ধার অভিযান প্রশিক্ষণ

কিশোরগঞ্জের মিঠামইনে ‘‘যথাযথ প্রস্তুতি, দুর্যোগে কমাবে ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান ৩য় জাতীয় দুর্যোগ …