উপজেলা নির্বাচন এ নৌকা প্রতীকে প্রার্থী হতে চান হারুন মিয়া

পটুয়াখালীঃ পটুয়াখালী ৩ আসনের গলাচিপা উপজেলা নির্বাচন এ নৌকা প্রতীকে প্রার্থী হবেন সাবেক গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন আর রশিদ মিয়া।

তিনি সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির সময়ে উপজেলা চেয়ারম্যান ছিলেন। কিছু দিন যেতে না যেতেই রনির অাদর্শের সাথে বনিবনা না হলে তিনি তার মতো কাজ করে যান।

পরবর্তী সময়ে আ খ ম জাহাঙ্গীর হোসেন সংসদ সদস্য হলে তাকে উপজেলা সভাপতির পদ থেকে জোর করে সরিয়ে দেবার অভিযোগ করেন হারুন মিয়া।

এখন,শাহজাদা সাজু নতুন সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি আবার ঘুরে দাড়াতে চান। তিনি বলেন, আমি ছাত্রলীগ থেকে রাজনীতি করে আসছি, অনেক চড়ায় উতরায় এখনো অাওয়ামী লীগ এর জন্য কাজ করে যাচ্ছি, এবং করে যাবো।

আমি এবারও অাওয়ামী লীগ থেকে উপজেলা নির্বাচন এ নৌকা প্রতীকে প্রার্থী হবো। আমি আশাবাদি গলাচিপা আওয়ামী পরিবার তৃনমূল নেতা কর্মীরা তাদের সেবা করার জন্যে আমাকে মনোনীত করবেন।

উল্লেখ্য,হারুন অর রশীদ মিয়ার বাবা রনদী তালতলী ইউনিয়নের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ এর সভাপতি ছিলেন।

Check Also

বিএনপি

টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি । …