উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট চাইলেন – শাহীন আহমেদ

সংবিধান অনুযায়ীই আগামী একাদশ নির্বাচন হবে। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতের কোন ষড়যন্ত্রই নির্বাচনকে বন্ডুল করতে পারবে না। স্বপ্নের সাথে সুন্দর আগামী গড়তে এগিয়ে যাচ্ছে আমাদের কেরানীগঞ্জ।

আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে কেরানীগঞ্জকে করতে পারে সুন্দর, পরিকল্পিত, আদর্শ, পরিচ্ছন্ন মডেল কেরানীগঞ্জ। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন। তৃনমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে আ’লীগের মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহ্বায়ক শাহীন আহমেদ।

ঢাকা-২ আসনে তিনি আ’লীগের মনোনয়ন প্রত্যাশী। গতককাল রবিবার বিকালে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনগনের সাথে মতবিনিময় সভা উপলক্ষে আয়োজিত ‘জনতার কথা’ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন, জেলা আ’লীগের উপ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কলাতিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তাহের আলী,তারানগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ফারুক, কালিন্দী ইউপি চেয়ারম্যান মোঃ মুযাম্মেল হোসেন, কলাতিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আজিজ খান, শাক্তা ইউনিয়ন আ’লীগের সভাপতি আরজু মিয়া বেনু, জেলা যুবলীগ নেতা মোঃ আব্দুল বারেক, মডেল থানা যুবলীগের সভাপতি মনির হোসেন,সাবেক উপজেলা ছাতত্রলীগ সভাপতি সাহিদুল হত সাহিদ, ছাত্রলীগ সভাপতি মাহবুব হোসেন বিপ্লব, আলী হায়দার রানা প্রমুখ।

অনুষ্ঠানে কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন বাসিন্দারা। জবাবে শাহীন আহমেদ জানান, গত ১০ বছরে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি কেরানীগঞ্জের উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছেন। স্বীকৃতিস্বরুপ দুইবার দেশসেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে তিনি আবারও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

শাহীন আহমেদ বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্দব সরকার। তাই বছরের প্রথম দিনে ছেলে-মেয়ে নতুন বইয়ের সাথে পরিচিত হয়। আগামী নির্বাচনে আমি ঢাকা-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। দলীয় কর্মকান্ডে সক্রিয়, পেশাদার রাজনীতিক ও তৃনমূলের মতামতের ভিত্তিতে যেন দলীয় মনোনয়ন দেয়া হয়।

এ.এইচ.এম সাগর।

নিউজ ঢাকা ২৪।

 

আরো পড়ুন: কেরানীগঞ্জে জাল দলিল চক্রের সদস্য আটক।

Check Also

বাল্যবিবাহ

কেরানীগঞ্জে কাজীর বিরুদ্ধে বাল্যবিবাহ রেজিস্ট্রি করার অভিযোগ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা দারুস সালাম এলাকায় ১৩ বছরের কিশোরীকে বাল্যবিবাহ করানোর অভিযোগ উঠেছে আগানগর …