ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা বেচাকেনার সময় মামুন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। এসময় মামুনের কাছ থেকে একটি আচারের বোয়ামে ১২ লাখ টাকা মূল্যের প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার পুলিশ সুত্রে জানা যায়, বুধবার রাতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলা কালে খবর আসে দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন আগানগর ব্রীজ ঘাট এলাকায় অবৈধ মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। সংবাদের ভিত্তিতে দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই কামরুল ও এএসআই মো: হাসমত উল্লার সমন্বয়ে একটি টিম আগানগর ব্রীজ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। মাদক কেনাবেচার সময় তারা এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
পুলিশ আরো জানায়, আমাদের অভিযানের বিষয়টি টের পেয়ে মাদককারবারীরা পালানোর চেষ্টা করে। আমরা সেখান থেকে মামুন (৩৫) নামে এক মাদক কারবারীকে ধরতে সক্ষম হই, এ সময় সাইদুল (৪৪) নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।। মামুনকে আটকের পরে তাকে তল্লাশী করে তার সাথে থাকা একটি ব্যাগের ভেতরে অভিনব কায়দায় আচারের বৈয়মে ৩৮০০ পিস ইয়াবা ও আরেকটি প্যাকেটে ১৫০ পিস ইয়াবা খুজে পাই । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
প্রাথমিক জিঞ্জাসাবাদে জানতে পারি, গ্রেপ্তারকৃত মামুন, ও পলাতক অন্যজন সাইদুল দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল।
আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনীর ১০ (খ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানায় দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।