ইব্রাহীম নিরবের কবিতার বই ‘ভয়তন্ত্র’ প্রকাশিত

তরুন কবি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহীম নিরবের প্রথম কবিতার সংকলন ‘ভয়তন্ত্র’ প্রকাশিত হয়েছে। ১৭ ডিসেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং সমাজকর্মীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী জাহাঙ্গীর এবং তরুণ লেখক সালমা তানভীর।

ইব্রাহীম নিরবের ‘ভয়তন্ত্র’ বইটি প্রেম, বিরহ, দুর্নীতি, ধর্মের অপব্যাখ্যা এবং সামাজিক বৈষম্যের মতো সমসাময়িক বিষয়গুলোকে কেন্দ্র করে লেখা হয়েছে। ৭১টি কবিতার এই সংকলন পাঠকদের মন ছুঁয়ে যাবে বলে মনে করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল ইসলাম রফিক বলেন, “ইব্রাহীম নিরবের কবিতা একাধারে বাস্তবতার কথা বলে, আবার আবেগের গভীরতায় ডুবিয়ে রাখে। সমাজের অসংগতি এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা তার লেখনীতে স্পষ্ট।”

কবি ইব্রাহীম নিরব বলেন, “আমার কবিতায় আমি প্রেম-বিরহের অনুভূতির পাশাপাশি সমাজের অন্যায়, বৈষম্য এবং সত্যকে তুলে ধরার চেষ্টা করেছি। তরুণদের জাগ্রত করাই আমার লেখার উদ্দেশ্য।”

অনুষ্ঠানে বক্তারা কবির লেখনীতে সমাজের নিপীড়ন, দুর্নীতি আর মানবিক মূল্যবোধের সংকটের মতো বিষয়গুলোর চিত্রায়নকে সাধুবাদ জানান।

বইটির বিবরণ:

বইয়ের নাম: ভয়তন্ত্র

লেখক: ইব্রাহীম নিরব

কবিতার সংখ্যা: ৭১টি

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও বিপুলসংখ্যক কবিতা ও সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।

ইব্রাহীম নিরবের সংক্ষিপ্ত পরিচিতি:
ইব্রাহীম নিরব একজন সমাজকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তিনি বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনলাইনে অর্ডার করে বইটি সংগ্রহ করা যাবে। ২৫০ টাকা মূল্যের বইটি ১৪% ছাড়ে ২১৫ টাকায় পাওয়া যাচ্ছে। বইটি কেনার লিংকঃ  ভয়তন্ত্র

Check Also

প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টাকে কাজের অগ্রগতি জানালেন সংস্কার কমিশন প্রধানরা

রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. …