দেশের লাখ লাখ ভক্তকে কাদিয়ে, হাজারো স্মৃতি রেখে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু
আজ সকাল ৯.৫৫ মিনিটে স্কয়ার হাসপাতারের চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পারিবারিক সুত্রে জানা গেছে, গত কাল (বুধবার) রংপুরে সংগীত পরিবেশন করে আজ সকালে ঢাকা ফেরেন তিনি। কিন্তু সকাল থেকেই অস্বস্থি বোধ করছিলেন তিনি।
সকাল ৮টার দিকে ব্রেইন স্টোক করেন। পরে তাকে তড়িঘরি করে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
আয়ুব বাচ্চুর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া । দেশ হারালো এক মূল্যবান শিল্পীকে। তিনি ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক।
আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।[৩] তিনি বৃহস্পতিবার (১৮ অক্টোবর,২০১৮ খ্রিস্টাব্দ) সকাল ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিউজ ঢাকা টিমের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।