আমবাগিচা স্কুলে প্রাইমারী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কেরা‍নীগঞ্জের ১০০ নং আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪/১১/১৮ তারিখ বৃহষ্পতি বার সকাল ১১ টার দিকে স্কুল প্রাঙ্গনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল পরিচালনা কমিটি।

এসময় ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে তাদের বিদায়ী বক্তব্য তুলে ধরেন। স্কুলের শিক্ষকেরা ছাত্র ছাত্রদের সমাপনী পরীক্ষা বিষয়ক গুরুত্বপূর্ন গাইডলাইন দেন এবং গভর্নিং বডির সদস্যরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে গুরুত্বপূর্ন উপদেশ দেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সহ সভাপতি মীর আসাদ হোসেন টিটু। ছাত্রছাত্রীদের মাঝে উপদেশ মূলক বক্তব্য রাখেন,সমাজসেবক জাকির হোসেন, ও বিশিষ্ট সাংবাদিক আলতাফ হোসেন মিন্টু, ও প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্কুলের প্রধান শিক্ষিক তোফাজ্জল হোসেন। সাংবাদিক ইকবাল হোসেন রতন, গভর্নিং বডির সদস্য ইসকান্দার আজাদ হোসেন, মোক্তার হোসেন, বিদ্যালয়ের শিক্ষিকা শাহীদা বেগম ,জাহানারা বেগম ,কবিতা আক্তার, তাহমিনা আক্তার, আবে কাওসার জাহান, ও মোঃ মৃধা বাবুল আলী।
এছাড়া বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিকাশ দে সহ অন্যান্য শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অভিবাবক বৃন্দ ওউপস্থিত ছিলেন।

বিদায়ী ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। ছাত্র ছাত্রীরা এ সময় উপস্থিত অতিথী বৃন্দদের ফুলেরটপ উপহার দেন।

Check Also

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে …