গতকাল শনিবার দক্ষিন কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাডডোনার ক্লাব এর আয়োজনে বিনামুল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও স্বেচ্ছায় রক্ত দাতার নিবন্ধন কাজ সম্পন্ন হয়েছে।
সকাল নয় ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত কর্মসুচী চলার কথা থাকলে ও সেবা গ্রহণ কারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুই ঘন্টা বৃদ্ধি করে বিকাল ৬ ঘটিকা পর্যন্ত কর্মসূচী পালন করা হয়।
সাধারন জনগনের পাশাপাশি স্থানীয় বাঘাপুর স্কুল এন্ড কলেজ সহ আশে পাশের প্রাইমারি ও কিন্ডারগার্টেন, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন ছিল চোখে পরার মতো।
৫০ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে গঠিত টিম এর সহযোগীতায় ৭০০ জন সুবিধা বঞ্চিত মানুষকে রক্তের গ্রুপ পরীক্ষা ও বিনামুল্যে কার্ড প্রধান করা হয়। ৩০০ জন স্বেচ্ছায় রক্ত দাতার নিবন্ধন ও তাদের তথ্য সংগ্রহ করা হয়।
বাঘাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন ও স্থানীয় সমাজসেবক গন এই সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের ভুঁয়সি প্রশংসা করেন।
তারা বলেন যুব সমাজ এমনিভাবে বিভিন্ন সেবামুলক কাজে সম্পৃক্ত হলে সমাজে বিভিন্ন অপরাধ প্রবণতা কমে আসবে।
আরো পড়ুন: তুফানের ফাঁসির দাবিতে ধানমন্ডিতে সড়ক অবরোধ
মোহাম্মদ উল্লাহ মাহমুদ।
নিউজ ঢাকা ২৪ ডটকম।