জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের পরিচালক অধ্যাপক ড অরুণ কুমার গোস্বামী ভারতের কাউন্সিল ফর টিচার এডুকেশন ফাউন্ডেশন (সিটিইএফ), সাউথ জোন কর্তৃক ‘ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এরুডাইট স্কলার -২০১৯’ মনোনীত হয়েছেন।
আগামী ১৬-১৮ জানুয়ারি ব্যাঙ্গালেরের ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় উচ্চশিক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক কনফারেন্সে ড.গোস্বামীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
উক্ত কনফারেন্সে ড গোস্বামী ‘Value Education and Sustainable Development in the curriculum of University ‘ শীর্ষক বক্তৃতা প্রদান করবেন এবং কয়েকটি সেশনে সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, ড. অরুণ কুমার গোস্বামী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি সম্মাননা ২০১৯ লাভ করার পাশাপাশি ২০০৫ সালে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
আরো পড়ুন,পুরান ঢাকার অনেক কেমিক্যাল গুদাম এখন কেরানীগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকায়