আধুনিক ফোক গানের ব্যান্ড ‘দ্যুলোকের’ যাত্রা শুরু জাদুর শহর দিয়ে

আত্মপ্রকাশ করেছে আধুনিক ফোক গানের ব্যান্ড ‘দ্যুলোক’। ৬ ফেব্রুয়ারি ‘যাদুর শহর’ এলবাম দিয়ে আত্মপ্রকাশ করেছে ব্যান্ডটি। প্রথম গান ‘যাদুর শহর’ অনুসারেই নামকরণ করা হয়েছে এলবামটির। একই গানের মিউজিক ভিডিও ও প্রকাশ করেছে তারা। এলবামের বাকি গানগুলোও বছরজুড়ে রিলিজ দেয়া হবে।

যাদুর শহর গানটির গীতিকার ও সুরকার সিকদার বাসুদেব। মিউজিক কম্পোজিশনের দায়িত্বে ছিলো ব্যান্ড ‘দ্যুলোক’। মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় পরিচালক মুরসালিন শুভ। ভিডিওটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা নদী, শিশু শিল্পী নীল অপরাজিতা, রুদ্র মেঘনাদ রাহা প্রমুখ।

নিউজ ঢাকা

আরো পড়ুন,হুমায়ূন আহমেদের বোতল ভূত নিয়ে হাজির শাওন

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …