বন্ধুত্ব মানবজীবনের ধারাবাহিক প্রক্রিয়া। কত কত বন্ধু হারিয়ে যায়, তালিকায় ক্রমাগত যুক্ত হয় নতুন মুখ। তবে কেউ কেউ পুরোনো বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে পারেন। পাড়ার গলি, স্কুলের মাঠ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পেরিয়ে হয়তো ছড়িয়ে–ছিটিয়ে যান দূরে কোথাও। নতুন নতুন বন্ধু হয়। তাই বলে পুরোনো বন্ধুত্বে ভাটা পড়ে না কখনো।
একটি ইংরেজি গান আছে, বাংলায় অর্থ দাঁড়ায়, ‘নতুন ব ন্ধু তৈরি করুন, কিন্তু পুরোনোকেও বাঁচিয়ে রাখুন। একটি হলো রুপা, অন্যটি সোনা।’ সন্দেহ নেই, বন্ধুত্ব মানুষের জীবনের এক অনন্য প্রাপ্তি। প্রত্যেক বন্ধুই একেকটি নতুন পৃথিবীর মতো। বহমান জীবনে একজন ব ন্ধু যুক্ত হওয়া মানে আনন্দ-বেদনার একটি নবদিগন্ত খুলে যাওয়া। তবে ভয়ও আছে। ভুল বন্ধুত্ব কারও গোটা জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। এ জন্য অনেকেই বন্ধু তৈরিতে স্বচ্ছন্দ নন। একসঙ্গে অনেক দিন হাঁটাচলা, বহুমুখী যাচাই–বাছাইয়ের পরই তাঁরা নতুন মানুষকে ব ন্ধু হিসেবে গ্রহণ করেন।
আপনার অফিস কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে এমন একজন ব্যাক্তি আছেন, যিনি প্রতিনিয়ত সুখে, দুখে আপনার পাশে থাকছেন, উৎসাহ দিচ্ছেন তাকে আজ ব ন্ধু হিসেবে কাছে টেনে নিন
আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু পাতানোর দিন। হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয় ২০০৬ সালে। প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে। ২০১২ সালে সামাজিক মাধ্যমে দিনটি ব্যাপক সাড়া ফেলে।
দিবসটি পালন করতে বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন অথবা কাউকে বন্ধুর স্বীকৃতিও দিতে পারেন। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই কোনো না কোনোভাবে ব ন্ধু তৈরি হচ্ছেই।
আরোও পড়ূনঃগণঅভ্যুত্থান নিয়ে নতুন জাতীয় দিবস যুক্ত হতে পারেঃ তথ্য উপদেষ্টা