আইটি পল্লীর উদ্দ্যোগে নৌ আইসিটি মেলা অনুষ্ঠিত

টি.এইচ টুটুল:

ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে, আইটি পল্লীর উদ্যোগে নৌ আইসিটি মেলা- ২০১৯ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে কীর্তনখোলা-১০ লঞ্চে মেলার উদ্ভোধন করেন ঢাকা রেঞ্জের ডি আইজি হাবিবুর রহমান। উদ্ধোধন শেষে তিনি মেলার  প্রতিটি স্টাল পরিদর্শন করেন।

এরপরে লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে বুড়িগঙ্গা নদী ও মেঘনা নদী প্রদক্ষিন করে। এ সময় মেলা উপলক্ষে কনসার্ট ও রেফেল ড্রয়ের আয়োজন করা হয়। মেলা শেষে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন আইটি পল্লীর সভাপতি নাজমুল করিম ভূইয়া ও আইটি পল্লীর সাধারন সম্পাদক আসাদুউজ জামান সুজন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,ফেরদৌস আলম স্মৃতি গোল্ড কাপ ফাইনালে নতুন সোনাকান্দা সমাজকল্যাণ সংসদ

Check Also

টেকনাফ সীমান্তে ফের আতঙ্ক

টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ অঞ্চলে। সকাল থেকে একটানা বিকট …