আইটি পল্লীর উদ্দ্যোগে নৌ আইসিটি মেলা অনুষ্ঠিত

টি.এইচ টুটুল:

ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে, আইটি পল্লীর উদ্যোগে নৌ আইসিটি মেলা- ২০১৯ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে কীর্তনখোলা-১০ লঞ্চে মেলার উদ্ভোধন করেন ঢাকা রেঞ্জের ডি আইজি হাবিবুর রহমান। উদ্ধোধন শেষে তিনি মেলার  প্রতিটি স্টাল পরিদর্শন করেন।

এরপরে লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে বুড়িগঙ্গা নদী ও মেঘনা নদী প্রদক্ষিন করে। এ সময় মেলা উপলক্ষে কনসার্ট ও রেফেল ড্রয়ের আয়োজন করা হয়। মেলা শেষে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন আইটি পল্লীর সভাপতি নাজমুল করিম ভূইয়া ও আইটি পল্লীর সাধারন সম্পাদক আসাদুউজ জামান সুজন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,ফেরদৌস আলম স্মৃতি গোল্ড কাপ ফাইনালে নতুন সোনাকান্দা সমাজকল্যাণ সংসদ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাহারছড়ায় জমির বিরোধে সাংবাদিকদের প্রতিপক্ষ সন্দেহ করে মারধর; উভয় পক্ষের আহত-৩

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউপির বাইন্না পাড়া এলাকায় বিরোধীয় জমির মালিক পক্ষ ও ৩জন …

error: Content is protected !!