অ্যাসডেব এর ২য় কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত

আনাড়ম্বর পরিবেশে বিআইএমটি অডিটোরিয়ামে ৫ই জুলাই ২০১৯ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হলো অ্যাসোসিয়েশন অব শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাসডেব) এর ২য় কেন্দ্রীয় কাউন্সিল।

২০১৯-২০২১ইং মেয়াদের দায়িত্ব পালনের জন্য এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জাহাজ নির্মাণ ডিপ্লোমা প্রকৌশলীদের সুনামধন্য একমাত্র পেশাজীবি এ সংগঠনটির নির্বাচন কমিশন কতৃক ঘোষণা অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহনের জন্য প্রথমদিকে একাধিক প্যানেল অংশগ্রহণে ইচ্ছুক থাকলেও পরবর্তীতে জনপ্রিয় ও সংখ্যাগরিষ্ঠ স্বীকৃত,প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আরেফীন সমর্থিত মোস্তফা-নজরুল-আল আমীন পরিষদের প্রতি সম্মান সরূপ একের অধিক কোন প্যানেল জমা না হওয়ায় উক্ত প্যানেলকেই
বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে আগামী দুই বছরের জন্য
সভাপতি- গোলাম মোস্তফা
সিনিয়র সহসভাপতি -ফিরোজ কবির
সহসভাপতি -(১)শাহ আলম, (২)এস এম রাশেদুল ইসলাম,সাধারন সম্পাদক -নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক -(১)রিদয় হাসান (২)সোহেল ইমতিয়াজ (৩) তাইজুল ইসলাম (৩) মাহমুদ আলম
সাংগঠনিক সম্পাদক – (১)আল আমীন, সহ সাংগঠনিক সম্পাদক – (১)শামসুল হক (২)আব্দুর রহমান রাতুল,
ক্যারিয়ার বিষয়ক সম্পাদক – জুম্মান পাঠান, সহ ক্যারিয়ার বিষয়ক সম্পাদক -রাহুল হোসেন,অর্থ সম্পাদক – রাসেল শেখ, সহ অর্থ সম্পাদক – হারুন অর রশীদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – আদিল সাদ, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – সাগর হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – ইয়ামিন হোসেন
সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – আমিনুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক – জিয়া উল হক, সহ সমাজ কল্যাণ সম্পাদক – মোঃ রহমত আলী
আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট রাজিব হোসেন চৌধুরী, সহ আইন বিষয়ক সম্পাদক,শাহ নেওয়াজ হাফিজ
প্রচার সম্পাদক- আমজাদ হোসেন,
সহ প্রচার সম্পাদক – আব্দুর রশিদ,
সাংস্কৃতিক সম্পাদক – মাসুম বিল্লাহ,
সহ সাংস্কৃতিক সম্পাদক – খলিলুর রহমান,
ক্রীড়া সম্পাদক – হাবিবুর রহমান,
সহ ক্রীড়া সম্পাদক – রাসেল আহমেদ,
দপ্তর সম্পাদক- নওয়াজ শরীফ,
সহ দপ্তর সম্পাদক- রানা সানি,
শিক্ষার্থী বিষয়ক সম্পাদক – এরশাদ হোসাইন,
সহ শিক্ষার্থী বিষয়ক সম্পাদক –
শোভন মীর,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ,
সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
আসাদুল ইসলাম সজল, মহিলা বিষয়ক সম্পাদক – আমেনা বিনতে মান্নান,
সহ মহিলা বিষয়ক সম্পাদক – সাথী আক্তার, কার্যকরী সদস্য-১.আদিমুন নাজির, ২.তানিয়া আক্তার , ৩.তানজিনা আক্তার লাকি, ৪. জাফর আহমেদ,৫.খালিদ হাসান, ৬.সজিব, ৭.জিয়াউল হক, ৮.আলী হোসেন রিংকু দায়িত্ব পালন করবেন।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিপবিল্ডিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডেসাব) এর সহযোগিতায় অ্যাসোসিয়েশন অব শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাসডেব) এর আয়োজনে ২য় কেন্দ্রীয় কাউন্সিল ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানটি অ্যাসডেব ১ম কমিটি (২০১৭-২০১৯ইং) র সদ্যবিদায়ী প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী শামসুল আরেফীনের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে, বিকাল ৪টায় শুরু হয়ে
অতিথিদের আসন গ্রহন,নবনির্বাচিত সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আদিল সাদ’র সম্পাদনা করা ‘বিমূর্ত বিরান’ বইটি সদ্য বিদায়ী প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী শামসুল আরেফীনকে উপহার সরূপ প্রদান, অতিথিদের বক্তব্য, উন্মুক্ত আলোচনা,সম্মাননা স্মারক প্রদান, কমিটি ঘোষণা,সদ্য বিদায়ী অর্থ সম্পাদক প্রকৌশলী ওয়ালীউল ইসলাম ওয়ায়েজকুরুনি কতৃক বিগত কমিটির হিসাব উপস্থাপন,সাবেক সভাপতি প্রকৌশলী শামসুল আরেফীন, নব নির্বাচিত সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বক্তব্য ও আগামী বছরের কর্মপরিকল্পনা ঘোষণার মধ্য দিয়ে সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানে গত কমিটির নেতৃবৃন্দ,সংগঠনের উপদেষ্টা পর্তুগাল প্রবাসী সাবেক শিক্ষার্থী আবু সাঈদ ফকির, বিআইএমটি,বিভিন্ন আইএমটি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করা, দেশে বিদেশে কর্মরত জাহাজ নির্মাণ ডিপ্লোমা প্রকৌশলীরা, ডেসাব এবং কেন্দ্রীয় মেরিন/শিপবিল্ডিং গেজেট বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

নিউজ ঢাকা

আরো পড়ুন,রাজবাড়ীতে দুটি আসনে আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী

Check Also

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন …