ঢাকার কেরানীগঞ্জ অাগানগর ইউনিয়ন ছাত্রলীগের উদ্দ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধায় ইস্পাহানী বেরিবাধ সংলগ্নে বিশেষ শিল্পীবর্গদের দিয়ে গান গায়িয়ে মাতিয়ে এলাকাবাসীদের নিয়ে বৈশাখ উদযাপন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিশেষ অতিথী হিসেবে ছিলেন, শাহীন অাহমেদ(চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদ)।
অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে ছিলেন ফারুক হোসেন মিঠু অাহ্বায়ক দঃ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অাগানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: মাসুদ রানা ও সাধারন সম্পাদক মাসুম বিল্লাল জুয়েল।
এছাড়া পরিচালনা করেন অাগানগর ইউনিয়ন ছাত্রলীগের ফালান অাহমেদ, রাকিবুল ইসলাম সুমন,অানিসুজ্জামান রহমান বাবু।
আরো পড়ুন: জেল থেকে বলছি।:
=================================
কিছু অভিনেত্রী সালমানের সাথে কাজ করতে চান না
অনলাইন ডেস্কঃ
বলিউড সুপারস্টার সালমান খান। মোস্ট এলিজেবেল ব্যাচেলার। বলিউডের ‘ভাইজান’। তাঁর এক ঝলকে কুপকাত অগণিত ভক্তকূল। বক্স অফিসের ‘সুলতান’ তিনি। তাঁর সঙ্গে অভিনয় করা অভিনেত্রীদের কাছে অনেকটা স্বপ্নের মতো। যারাই ফ্লপ হন তারাই দ্বারস্থ হন সালমানের দুয়ারে। তার সঙ্গে ছবি করলেই হিট! অথচ এই সালমান খানের সঙ্গেই অভিনয় করতে চান না বেশ কয়েকজন তারকা অভিনেত্রী। খবর এবেলার।
দীপিকা পাডুকোন। অনেকের মতে, তিনিই বর্তমান সময়ের বলিউড রানী৷ প্রতিটি হিট ছবি তার ঝুলিতে৷ টিনসেলের অন্যতম বিখ্যাত অভিনেত্রী তিনি৷ তার সঙ্গে সালমান খানের পেয়ারিং দেখতে অনেকেই উৎসাহিত৷ তাদের একই ছবির নায়ক-নায়িকা হিসেবে দেখতে চেয়েছেন বহু নির্মাতা৷ সেই মতো এগোতে গেলেও প্রতিবারই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং দীপিকা৷ ছলে-বলে প্রায় পাঁচবার সাল্লুর সঙ্গে কাজ করার অফার ফিরিয়ে দিয়েছেন তিনি৷ কারণ যা সামনে এসেছে তা হল স্ক্রিপ্ট পছন্দ হয়নি হিরোইনের৷ আসল কারণ যে এটাই সে নিয়ে বেশ সন্দেহ রয়েছে৷
সোনালি বেন্দ্রে: সোনালি ও সালমান খানের জুটি সবার মন কেড়েছিল৷ তাদের রোমান্টিক কেমিস্ট্রি ‘হম সাথ সাথ হ্যয়’ ছবির অন্যতম আকর্ষণ৷ তবে এই ছবির পর আর কখনও একই ছবিতে দেখা যায়নি তাদের৷ যদিও সালমানের কয়েকটি মুভিতে ক্যামিও করতে দেখা গিয়েছিল সোনালিকে৷
তবে ধারণা করা যেতে পারে, কৃষ্ণসার হত্যা মামলার জন্যই বেঁকে বসেন অভিনেত্রী৷ সেই দুর্ঘটনার পরই হয়তো আর ‘ভাইজানের’ সঙ্গে কাজ করতে রাজি হননি তিনি৷
জুহি চাওলার: জুহি চাওলার সঙ্গে সালমান একবারই একটি ছবিতে অভিনয় করেন তাও স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন সালমান৷ ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’৷ দু’জন তারকাই নয়ের দশকে বিশাল ডিমান্ড৷ তবে তারা কেন একসঙ্গে কাজ করেননি তা এখনও রহস্য৷
টুইংকেল খান্না: ‘জব প্যয়র কিসিসে হোতা হ্যয়’ ছবিতে সলমন চুটিয়ে রোমান্স করেছিলেন ট্যুইঙ্কাল খান্নার সঙ্গে৷ ছবিটি বেশ হিটও হয়েছিল৷ তবে টুইংকেল এরপর দুজনে আর কখনও একসঙ্গে কোন ছবি সাইন করেনি৷ কী কারণ সেটা এই দুজন ছাড়া আর কোরোর পক্ষেই বলা সম্ভব নয়৷
আমিশা পাটেল: আমিশা পাটেল নিজের জাদু ছড়িয়েছিলেন ‘কাহো না প্যায়র হে’ ছবিতে সোনিয়ার ভূমিকায়৷ ‘ইয়ে হে জলবা’ ছবির নির্মাতারা ভেবেছিলেন সলমনের বিপরীতে আমিশাকে কাস্ট করলে হয়তো ছবি ব্লকবাস্টার হতে বাধ্য৷ তবে ছবি মুক্তি পেতে না পেতেই পাওয়া গেল কেবল জলের মতো ঠান্ডা কেমিস্ট্রি৷ এই কারণেই বোধহয় আর দু’জনে একে অপরের সাথে কাজ করেনেনি৷
অমৃতা রায়: একটা সময় বলিপাড়ার গুঞ্জন ছিল ‘প্রেম রতন ধন পাও’ ছবিতে সালমানের বনের ভূমিকায় অভিনয় করার কথা ছিল অমৃতা রাওয়ের৷ ছবির নির্মাতাদের অন্তত তেমনি ইচ্ছা ছিলেন৷ নায়িকার কাছে অফার নিয়ে যেতেই উল্টে নায়িকা অন্য অফার দিল কাস্টিং ডিরেক্টরকে৷ অমৃতার চেয়েছিলেন সালমানের লাভ ইন্টারেস্ট হিসেবে ছবিতে থাকতে৷ অর্থাৎ সোনাম কাপূরের চরিত্রটি করতে চেয়েছিলেন তিনি৷ তবে রাজি হলনা পরিচালক থেকে শুরু করে কেউই৷ অগত্যা ছবিটি থেকে পিছিয়ে যাব অমৃতা রাও৷