Breaking News
Home / ক্যারিয়ার / অর্থের বিনিময়ে দেখা যাবে সানাইকে

অর্থের বিনিময়ে দেখা যাবে সানাইকে

আলোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। প্রায়ই নিজের খোলামেলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনায় আসেন তিনি। তবে এবার তাকে নিয়ে আলোচনা ভিন্ন কারণে।

ঘটনা হল, আজ চিত্রনায়িকা সানাইর জন্মদিন। এই শুভদিনে সানাই দিলেন নতুন খবর। বললেন, নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

‘দি সানাই মাহবুব’ নামের এই অ্যাপটি লঞ্চ করা হবে আগামী (অক্টোবর) মাসেই। এরইমধ্যে সব কিছু পাকাপোক্ত হয়েছে।

জানা গেছে, এই অ্যাপে সানাই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট অর্থের বিনিময়ে কেনা যাবে সানাইয়ের ছবি ও ভিডিও।

এই প্রসঙ্গে সানাইর ভাষ্য, আমাকে যারা পছন্দ করেন, অনুসরণ করেন তাদের জন্য এটি একটি দারুণ খবর। কারণ আমি মনে করি, আমার সম্পর্কে আরো বিশদ জানতে চায় শুভাকাঙ্খীরা। তাই আমার ছবি ও ভিডিও সুলভ মূল্যে পেতে এই সিদ্ধান্ত নিয়েছি।

মূলত আমার সবকিছু জানতে অ্যাপটি তৈরি করা হচ্ছে। এসবের বাইরেও এই অ্যাপে থাকবে আরো নানা ধরণের চমক। আসছে অক্টোবরের প্রথম সপ্তাহেই আশা করি এটি শুভাকাঙ্খীদের হাতে তুলে দিতে পারবো।

প্রসঙ্গত, এরইমধ্যে এক-দুটি চলচ্চিত্রেও কাজ করেছেন সানাই। এছাড়াও কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। তার অভিনীত ছবি ‘ময়নার ইতিকথা’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে

About ahmed raju

ইন সা আল্লাহ নিউজ ঢাকা ২৪ এক দিন অনেক দূর এগিয়ে যাবে আপানাদের সাথে নিয়ে। :)

Check Also

নাটোরে বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পন্ড

সজিবুল ইসলাম হৃদয়, নাটোর প্রতিনিধিঃ নাটোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির ...

কেরানীগঞ্জে অবৈধ হাউজিং প্রকল্প করার চেষ্টায় বাধা দেয়ায় গ্রামবাসির উপর হামলা ।। আটক ৩

এ.এইচ এম সাগর: কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনশুর এলাকায় হামলা চালিয়ে জোড়-পূর্বক ঘর-বাড়ি ভেঙ্গে জমি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *