বি.এন.পি সহ ২০ দলীয় জোট নেতারা জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহব্বায়ক গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নাগরিক সমাবেশে যোগ দিয়েছেন
২২ সেপ্টেম্বর বিকেল ৩ টার দিকে বি.এন.পি সহ ২০ দলীয় জোটের একটি প্রতিনিধি দল ড. কামালের জাতীয় ঐক্য প্রক্রিয়া’র নাগরিক সমাবেশে যোগ দেয় ।
বি.এন.পি র মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে খন্দকার মোশারফ হোসেন, আব্দুল মঈন খান ও মওদুদ আহমেদ সমাবেশে উপস্থিত হন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও যোগ দেন তাদের সাথে।
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন দলের নেতারা সমাবেশে উপস্থিত হন।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে . কামাল বলেন, ‘আমরা এমন সময়ে একত্র হয়েছি, যখন দেশের মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠিত। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নাই। বাংলাদেশের জনগণ দিশেহারা। তারা সুশাসন, কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও আইনের নিরপেক্ষ প্রয়োগ দেখতে চায়। তারা ফসল উৎপাদন করে, কিন্তু প্রকৃত ও যৌক্তিক মূল্য পায় না। পক্ষান্তরে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়?’
এর আগে বিকেল ৩ টায় বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক খেলাফত মজলিস মিছিল নিয়ে সমাবেশে আসে। এর পরপরই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দিয়ে বিএনপির কিছু নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। তারা ‘জাতীয় ঐক্য জিন্দাবাদ’ বলেও স্লোগান দেন।