৩য় বর্ষে সময়ের আলো পত্রিকা,বর্নাঢ্য আয়োজনে কেরানীগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
দোয়া আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে ঢাকার কেরানীগঞ্জে দৈনিক সময়ের আলো পত্রিকা প্রতিষ্ঠার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সময়ের আলো পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি রানা আহমেদ এর সভাপতিত্বে ও এনটিভির কেরানীগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন এর উপস্থাপনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অথিতি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শহীদুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ফখরুল আশরাফ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. তোফায়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলম ও তালেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক। এছাড়া কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রত্যাশা করেন দৈনিক সময়ের আলো গণমানুষের কথা বলার মধ্য দিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকবে। এছাড়া বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক সময়ের আলো পত্রিকার প্রকাাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক সময়ের আলো পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।