কীর্তিনাশা নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি-সম্পাদক

কীর্তিনাশা নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি প্রিন্স,সম্পাদক সাইদুল

কীর্তিনাশা নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি প্রিন্স,সম্পাদক সাইদুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার ছাত্রছাত্রীদের সংগঠন ‘ কীর্তিনাশা এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কীর্তিনাশা কমিটিতে সভাপতি হিসেবে তানভীর ইসলাম প্রিন্স এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইদুল ইসলাম মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এই পদে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি তানভীর মাহতাব এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তরুণ।

নব নির্বাচিত সভাপতি তানভীর ইসলাম প্রিন্স বলেন, আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবার সাথে ঐক্যবদ্ধভাবে সেবার মাধ্যমে কীর্তিনাশাকে এগিয়ে নিতে চাই। এ কাজে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগীতা কামনা করছি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, কীর্তিনাশা এর মতো গুরুত্বপুর্ণ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজের নির্বাচিত সভাপতি ও অন্য সাথে সমন্নয় করে নিজের মেধা ও কর্মশক্তির শতভাগ দিয়ে সংগঠনকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

আরো পড়ুনঃ গোপালপুর পৌর বিএনপি কমিটি গঠনের প্রস্তুতি সভা 

Check Also

তারেক রহমান

বন্যার্তদের সর্বাত্নক সহযোগিতার আহ্বান জানালেন তারেক রহমান

বন্যা উপদ্রুত ও আশপাশের জেলাগুলোর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকদের বন্যার্তদের সর্বাত্মক …