কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা সহ গ্রেফতার ২

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নে অবস্থিত উপজেলা পরিষদের পাশে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল ও ৫১ পিস ইয়াবা এবং ০৩টি মোবাইল ফোন সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্প।

এবিষয়ে র‌্যাব – ১০ সিপিসি- ২,কেরানীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত ডিএডি বদিউল আলম জানান গত ২৫ জানুয়ারি রাত ১১.৫৫ মিনিটের সময় র‌্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন কোনাখোলা সাকিনস্থ কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের গেইটের উত্তর পাশের হাজী খাবার হোটেল এন্ড সুইট এলাকায় হইতে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১) মোঃ মহসিন (৩৫), পিতা-মোঃ মোশারফ হোসেন, সাং-কোনাখোলা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা এবং ২) কমল সরকার (৪৮), পিতা-মৃত সত্যগোপাল সরকার, সাং-কোনাখোলা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, এই দুইজনকে মোট ৫০ বোতল ফেন্সিডিল ও ৫১ পিস ইয়াবা এবং ৩টি মোবাইল ফোন সহ হাত নাতে গ্রেফতার করা হয়েছে ।

অভিযানে গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‍্যাবের দায়িত্বরত কর্মকর্তা ।

নিউজ ঢাকা

আরো পড়ুন,বিশ্বজুড়ে এখন অচল ইয়াহু

Check Also

আসিফ নজরুল

প্রবাসীরা বিমানবন্দরগুলোতে ভিআইপি সার্ভিস পাবেনঃ আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ থেকে এক …