জবি প্রতিনিধি: Youth Society For Research And Action – YSRA আয়োজিত গবেষণার বুনিয়াদি প্রশিক্ষণ “Research 101 Program” “Foundation on Research Course: Season 05” শিরোনামের ছয় সপ্তাহব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯, এপ্রিল) ওয়াই এস আর এ এর কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়৷
ওয়াইএসআরএ এর সিইও মাকসুদুল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব গভর্নেন্স চেয়ারম্যান ড. আব্দুস সামাদ, মেম্বার ড. আব্দুল্লাহ মাহফুজ, মেম্বার ইব্রাহিম মিয়া, কমিউনিকেশন ম্যানেজার মোঃ মিনার হোসেন ও প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সেরা ৫ জন উপস্থিতির নাম ঘোষণা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং ওয়াই এস আর এ এর টি আইদের মধ্যে সেরা টি আইদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়৷
উল্লেখ্য, গবেষণা প্রোগামটিতে গবেষণার বিষয়, উদাহরণ, লিটারেচার রিভিউ, তথ্য সংগ্রহ পদ্ধতি, মেথডোলজি, গবেষণার নৈতিকতা, গবেষণা প্রবন্ধ লিখা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। প্রোগ্রামটির কোর্স পরিচালনা করেন Institute of Education and Research (IER), Dhaka University এর শিক্ষক ও দেশ বরণ্য গবেষকবৃন্দ।