Yolo star এ সাকলাইন সজিবের ভোট আহ্বান

চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন জহিরাবাদ ইউনিয়নের কৃতিসন্তান সাকলাইন সঞ্জয়। সঞ্জয় জহিরাবাদ ইউনিয়নের শানকিভাংগা গ্রামের দিন মজুর শ্রী রাম বসাক এর ছেলে। সে এবার Gevi Airtel YOLO Music সেরা কন্ঠ -২০১৯ প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৪ হাজার প্রতিযোগীদের মধ্যে থেকে নির্বাচিত ১৫ জনের একজন।

আর তাই সাকলাইন সঞ্জয়কে সেরা কন্ঠ-১ (প্রথম স্থান) নির্বাচিত করার জন্য আপনার মূল্যবান ভোট করুন।সঞ্জয় কে ভোটকরতে আপনার মোবাইলের Message Option গিয়ে টাইপ করুন AYS < space >10 এবং Send করুন 26969 এই নাম্বারে অথবা  Airtel YOLO Music পেইজে গিয়ে সাকলাইন সঞ্জয়ের গাওয়া কভার করা ভিডিও গানটিকে লাইক-কমেন্ট ও শেয়ার করুন বেশী বেশী। তার গানের নাম, আব্দুল জব্বারের গাওয়া ‘পিচ ঢালা এই পথটাকে ভালোবেসেছি’ নির্বাচনী কার্যক্রম চলবে অথবা ২৫ ফেব্রুয়ারী থেকে ৭ই মার্চ পর্যন্ত। আপনি আপনার বিচারক দৃষ্টি দিয়ে Airtel YOLO Music পেজে ভিজিট করে ১৫ জন প্রতিযোগীর মধ্যে ১৪ জন ঢাকার প্রতিনিধি সাথে ও Sakline Sanjay অর্থাৎ বাকী ৬৩ জেলার হয়ে একাই প্রতিনিধিত্ব করছে। অতএব সাকলাইন সঞ্জয়কে আপনার মূল্যবান ভোট ও AIRTEL YOLO MUSIC পেজে লাইক, কমেন্টস এবং শেয়ার করে তাকে বানাতে পারেন বাংলাদেশের প্রথম AIRTEL YOLO STAR! আপনাদের সহযোগিতা কামনা করছেন সাকলাইন সঞ্জয়। আপনার একটি মূল্যবান ভোটই পারে তাকে Airtel YOLO Music এর সেরা কন্ঠ-১ (প্রথম স্থান) নির্বাচিত করে একটি দরিদ্র পরিবারের স্বপ্ন পুরন করতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

হুমায়ূন আহমেদের গল্প-স্মৃতি ‘কোথাও বৃষ্টি হচ্ছে’

এই নন্দিত লেখকের বই পড়েননি, কিংবা তাঁর টেলিভিশন নাটক দেখেননি- বাংলাদেশে কিংবা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে …

error: Content is protected !!