সজিবুল ইসলাম হৃদয়, সাস্থ্য ডেস্কঃ সিরাজগঞ্জ -২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না কে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, শহীদ এম মুনসুর অালী মেডিকেল কলেজ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিরাজগঞ্জ শাখা , বঙ্গবন্ধু ইন্টার্ণ ডিপ্লোমা চিকিৎসক পরিষদ, নার্সিং ইনস্টিটিউট ও অত্র হাসপাতালের কর্মকর্তা-কর্মচারির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে অত্র হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ণ, নার্স, কর্মকর্তা, কর্মচারীর উদ্যোগে হাসপাতালের কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ অাসন থেকে পর পর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক পরিষদ সহ হাসপাতালের বিভিন্ন সংগঠন থেকে নবনির্বাচিত সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নাকে ফুলের শুভেচ্ছা সহ সংবর্ধনা দেওয়া হয়।
এতে এত্র হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রমেশ চন্দ্র সাহা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিরাজগঞ্জ শাখার সভাপতি ডাঃ ওয়ালিউল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম হিরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন , অধ্যক্ষ. শহীদ এম মুনসুর অালী মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সভাপতি মনিরুল ইসলাম জনি সহ নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর নেতাবৃন্দ। এছাড়া অত্র হাসপাতালের সাধারণ চিকিৎসক , ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক, নার্স, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Heya i’m for the first time here. I found this board and I to find It
really useful & it helped me out a lot. I am hoping to offer one thing again and
help others like you aided me. adreamoftrains best website hosting
Link exchange is nothing else but it is only placing the other person’s blog link on your page at
proper place and other person will also do same for you.