বিদ্যুৎ ও জ্বালানী খাতে ধারাবাহিতক সফলাত ধরে রাখার জন্য পুনরায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা-৩ (কেরানীগঞ্জ) থেকে নির্বাচিত এমপি জনাব নসরুল হামিদ বিপু। আজ রবিবার বিকালে নতুন সরকারের মন্ত্রী সভা গঠন করা হয়।
নতুন মন্ত্রী সভায় মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং ৩ জন উপমন্ত্রী হিসাবে স্থান পেয়েছেন। এর মধ্যে নসরুল হামিদ বিপু কে পুনরায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হয় ।
আগামী কাল সোমবার নতুন মন্ত্রীদের শপথ নেয়ার কথা রয়েছে।
জনাব নসরুল হামিদ বিপুর পুনরায় প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়াতে নিউজ ঢাকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আরো পড়ুন: ২০১৯ সালের শেষেই বিদ্যুৎ রপ্তানী করবে বাংলাদেশ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, সারাবিশ্বে বিদ্যুৎ এবং জ্বালানির আমদানি-রফতানিতে অনেক পরিবর্তন আসছে। এ জন্য আমাদের মাস্টার প্লান রিভিউ করেছি। আমরা এখন বিদ্যুৎ রফতানি ও করতে চাই ।
আবারো সংসদ সদস্য নির্বাচিত হবার পরে পহেলা জানুয়ারী মঙ্গলবার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
ভারত সরকার সম্প্রতি বিদ্যুৎ আমদানি-রফতানির শর্ত শিথিল করেছে, এ প্রসঙ্গে বিপু বলেন, এটা বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ। এখন আমাদের আমদানি খরচ কম হবে । তারপরে আমাদের যখন পর্যাপ্ত মজুদ থাকবে তখন চাইলে রফতানিও করতে পারবো।
জনাব নসরুল হামিদ বিপু আরো বলেন, সরকার চিন্তা করছে, আগামী শীত মৌসুমে নেপালে বিদ্যুৎ রফতানি করবে। কারন তখন আমাদের চাহিদা কমে যাবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আগামী ৫ বছরে আমাদের প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। এ জন্য আমাদের বিনিয়োগ বাড়াতে হবে।
মূলত এসব বিষয় নিয়েই কাজ চলছে। আমাদের বিগত অসফলতাগুলো নিয়ে নতুন করে কাজ করার খোরাক সৃষ্টি চলছে।
lice and ivermectin https://ivermectin.mlsmalta.com/
active ingredients in dapoxetine https://salemeds24.wixsite.com/dapoxetine
careprost bimatoprost ophthalmic solution https://carepro1st.com/
who manufacturers hydroxychloroquine https://hydroxychloroquine.webbfenix.com/
figral dapoxetine https://dapoxetine.bee-rich.com/
cialis once a day https://wisig.org/
priligy coupon cvs https://ddapoxetine.com/
amstyles.com https://amstyles.com/
plaquenil financial assistance https://hydroxychloroquinee.com/
what countries sell hydroxychloroquine otc https://hydroxychloroquine4u.com/