এইচ এস সি পাশেই মিলছে চাকরী ।জনবল নিয়োগ দিচ্ছে খুচরা চেইন সপ স্বপ্ন। ২টি পদে মোট আড়াইশো লোক নিবে স্বপ্ন। বিভিন্ন পত্রিকায় সার্কুলার ও দিয়েছে প্রতিষ্ঠানটি।আগ্রহ থাকলে আপনি ও আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:
স্বপ্নে ড্রিম অ্যাটেন্ডেন্ট (কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট) এবং চেকআউট অ্যাসিস্ট্যান্ট (পিওএস) ২টি পদেই আবেদনের জন্য আবেদন কারীর শিক্ষাগত যোগ্যতা নুন্মতম এইচ এস সি পাশ হতে হবে।
অন্যান্য যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি ছাড়াও আবেদন কারীরে পদ ২ টিতে আবেদনের জন্য কম্পিউটার পরিচালনা যানতে হবে,
দক্ষ হতে হবে, স্মার্ট হতে হবে, সদাচরণ,বিনয়ী, আকর্ষণীয় ব্যক্তিত্ব, পরিষ্কার কণ্ঠস্বর, আত্মবিশ্বাসী, প্রাণবন্ত, নেতৃত্বগুণ,
টিমে কাজ করার মানসিকতা, যোগাযোগ দক্ষতা সম্পন্ন, ইত্যাদি গুনাবলী থাকতে হবে।
তবে প্রার্থীর পূর্বের অভিঞ্জতা থাকার প্রয়োজনীয়তা নাই। থাকলে ভালো।
আবেদন প্রক্রিয়া:
ড্রিম অ্যাটেন্ডেন্ট ও চেকআউট অ্যাসিসটেন্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে সম্পূর্ন সিভি তৈরি করতে হবে।
সিভি তৈরি করার পর তা স্বপ্ন, গুলশান হোসনা সেন্টার, বাড়ি নম্বর-১০৬, গুলশান অ্যাভিনিউ (আরএম সেন্টারের বিপরীত পাশে), ঢাকা-১২১২ উক্ত ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে।
সেই সাথে আগামী ১৫/০৫/১৭ তারিখের ভিতর ০১৯৩৬০০৫১৭২ নাম্বারে কল করে চাকরীর ব্যাপারে আপনার আগ্রহের ব্যাপারটি জানাতে হবে। এবং সিভি জমা দিয়েছেন তা অবগত করতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা:
উভয় পদে মনোনীত প্রার্থীদের প্রতি মাসে ৭০০০ – ৮৫০০ টাকা হারে বেতন প্রদান করা হবে।
এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা ও আলোচনা সাপেক্ষে দেয়া হবে।
আবেদনের সময়সীমা:
স্বপ্নে আবেদনের প্রক্রিয়া ইতি মধ্যেই শুরু হয়েছে। পদ দুটিতে আবেদনের শেষ তারিখ আগামী ১৫ ই মে পর্যন্ত।
ড্রিম অ্যাটেন্ডেন্টের কাজের বর্ননা:
স্বপ্নের ড্রিম অ্যাটেন্ডেন্ট (কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট) পদে কাজ হচ্ছে গ্র্রাহকদের অভ্যর্থনা জানানো ,
তারা কি চায় এবং তাদের কি প্রয়োজন তা জানতে চাওয়া, সর্বোচ্চ মানের গ্রাহক সেবা প্রদান, পন্য সংক্রান্ত বিভিন্ন বিষয় ধারনা দিয়ে গ্রাহকদের খুশি করা, গ্রহকদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করা।
দোকানের সেল্ফ ক্লিন রাখা প্রয়োজনে পন্য দ্রব্য এক সেল্ফ থেকে আরেক সেল্ফে আনা।
আউট লেটের সব দিক নিয়েই কাজ করতে হবে। তবে প্রধান কাজ হচ্ছে গ্রাহক সেবা দেয়া।
চেকআউট অ্যাসিস্ট্যান্ট পদের কাজ:
চেকআউট অ্যাসিস্ট্যান্ট (পিওএস) পদে কাজ হচ্ছে অ্যাকাউন্টস ইনফরমেশন আপডেট করে গ্রাহক রেকর্ড রক্ষনা বেক্ষন করা।
ক্যাশ সংক্রান্ত সমস্ত হিসাব নিয়ন্ত্রন রাখা। সেলস প্রাইস ও টোটাল ্ ক্রয় হিসাব রাখা। ক্রেডিট কার্ড স্ক্যান করা , ভাউচরা প্রিন্ট করা।
স্বাক্ষর স্লিপ এবং ক্রয় করা পণ্যের রসিদ একত্র করা এবং দিনের শেষে রিপোর্ট তৈরি করা।