একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক বিকল্পধারার প্রার্থী মাহী বি. চৌধুরীর সমাবেশ হামলার ঘটনা ঘটেছে।
আজ রবিবার রাত ৯ টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার দয়হাটায় তার গ্রামের বাড়ির পাশে সমাবেশ বক্তব্য দেওয়ার সময় কতিপয় সন্ত্রাসীরা এ হামলা চালায়।
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চত করেছেন।
জানা যায়, হামলার ঘটনায় মাহী বি. চৌধুরীর কোন ক্ষতি হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন তিনি।
আরো পড়ুন: ঢাকা ৩ আসনের ফলাফল।
ঢাকা ৩ সংসদীয় আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নসরুল হামিদ বিপু।
নৌকা প্রতীক নিয়ে নসরুল হামিদ বিপু পেয়েছেন ২,২১,১৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৫৯২ ভোট।
এছাড়াও ঢাকা ৩ আসন থেকে মজিবর রহমান মই মার্কা নিয়ে, আলী রেজা মটর গাড়ি প্রতীক নিয়ে , আরিফুর রহমান সিংহ প্রতীক নিয়ে, মোস্তফা মহসীন মন্টু সূর্য প্রতীক নিয়ে, সুলতান আহমেদ হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
ফলাফল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপসচিব মনজুরুল হাফিজ, ম্যাজিষ্টেট সানজিদা পারভীন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাকির আহমেদ, উপজেলা ভুমি অফিসার মতিউর রহমান, জুডিশিয়াল মেজিস্টেট শাহীন রহমান প্রমুখ।
ঢাকা ৩ আসনে ১০৭ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা ৩ আসনে মোট ভোটার তিন লক্ষ বারো হাজার।