যুক্তরাজ্যে সম্প্রতি চার বছরের এক শিশুর বুদ্ধিমত্তার কারণে বেঁচে গেছে তার মায়ের প্রান । ছোট্ট ঐ মেয়ে শিশুটির নাম হচ্ছে কেইটলিন রাইট ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ডোরসেট অঞ্চলের আসকার্সওয়েলে কেইটলিন তার পরিবার সহ বসবাস করে। গেল মাসে একদিন হঠাৎ করে শিশুটির মা অসুস্থ হয়ে যান। ঘটনার দিন শিশু কেইটলিন তার মা শার্লিনের সঙ্গে বাড়িতেই ছিল। কেইটলিনের মা এক পর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পরেন এবং জ্ঞান হারান। চার বছরের ছো্ট্ট শিশু কেইটলিন ঘাবড়ে যায়নি। জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নেয় সে।
এত কম বয়সে এমন অসাধারন বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় ছো্ট্ট শিশু কেইটলিনের প্রশংসা এখন সবার মুখে মুখে।
এ ব্যাপারে স্থানীয় সাউথ ওয়েস্টার্ন অ্যাম্বুলেন্স সার্ভিস- সোয়াস কর্তৃপক্ষ জানান, ‘এই বয়সে এই মেয়েটি যে বিজ্ঞতার পরিচয় দিয়েছে, সেটা তুলনাহীন। সে যেভাবে ফোনের অপর-প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলেছে, তার মায়ের অবস্থা ব্যাখ্যা করেছে সেটা আশ্চর্য হওয়ার মতোই।’
পরে প্যারামেডিক্সরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মা শার্লিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, ওই অ্যাম্বুলেন্স সার্ভিসটি শিশুটির সঙ্গে তাদের টেলিফোনের কথোপকথনের অডিও রেকর্ড প্রকাশ করেছে। সেখানে কেইটলিনকে বলতে শোনা যায়, ‘মা অজ্ঞান হয়ে পড়েছে এবং তার দেখাশোনা করা প্রয়োজন।’
শার্লিন বলেন, ‘সেই দিনটার কথা আমার এতোটুকুই মনে আছে যে, কেইটলিনের বাবা কেইটলিনকে বাসায় নিয়ে এসেছেন আর আমার কাছে জানতে চেয়েছেন বাজার করার প্রয়োজন আছে কিনা। তারপর কেইটলিনের বাবা চলে গেলেন। পরে শুধু এটাই মনে আছে যে একজন প্যারামেডিক আমার দিকে তাকিয়ে আছেন।’

It’s not my first time to pay a visit this web page, i am
visiting this web site dailly and obtain fastidious
facts from here everyday.
Amazing issues here. I am very glad to peer your post.
Thank you so much and I am taking a look forward
to touch you. Will you please drop me a mail?