রাজবাড়ীর সদর উপজেলার আল্লা নেওয়াজ খায়রু মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে লক্ষীকোল দিশারী সংঘ আয়োজিত ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় দিশারী ক্লাবের সভাপতি আব্দুল্লাহ নোমান স¤্রাটেরসভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১আসনের সাবেক সংসদ সদস্য ও লক্ষীকোল আল্লা নেওয়াজ খায়রু মাধ্যমিকবিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম । বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের কমিশনারএ এফ এম শাজাহান, এ্যাডঃ কে এ বারী ,আল্লা নেওয়াজ মাধ্যমিকবিদ্যালয় প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব , ক্রীড়া সংস্থার সভা-সভাপতি গোলাম মওলা প্রমুখ। ফাইনাল খেলায় অংশ গ্রহন করে লাম নাইম স্টার ও হবি স্মৃতি সংঘ ।
খেলায়নাইম স্টার ২-১ গোলে হবি স্মৃতি সংঘকে পরাজিত করে। বিজয়ীদের হাতেট্রফি তুলে দেন অতিথিবৃন্দ । এই টুনামেন্ট সার্বিক পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবক ও দিশারীক্লাবের সভাপতি আব্দুল্লাহ নোমান ( স¤্রাট) ও সোহেল সেলিম,রাব্বি,ইমরান , সজীব , জুবারাজ, শান্ত জে আর সজীব, প্রমূখ ।
আরো পড়ুন: লক্ষীপুরে প্রধান শিক্ষক লাঞ্চিত
লক্ষ্মীপুরের কমলনগরে চর ফলকন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি না করায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকেরকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন বাঘার ছোট ভাই অপু বাঘার বিরুদ্ধে।সোমবার(২৯অক্টোবর) দুপুরে উপজেলার মেঘনা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।এসময় সাত-আটজন লোক প্রধান শিক্ষককে মারধর ও টানাহেচঁড়াসহ লাঞ্চিত করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে বিদ্যালয় সম্মেলন কক্ষে প্রতিবাদ সভা করেছে বিক্ষুদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা।প্রধান শিক্ষক আবু জাকের
অভিযোগ করে বলেন, বড় ভাই মোশাররফ বাঘাকে সভাপতি না করায় তার ভাই অপু সিনেমো হলের সামনে মোটরবাইক থামিয়ে লাঠি সোটা নিয়ে লোকজন দিয়ে
আমাকে লাঞ্চিত করেছে। তারা
আমাকে টানাহেচঁড়া করে সিনেমা হলের ভিতরে নিয়ে গালামন্দসহ শারীরিক ভাবে লাঞ্চিত করেছে। এসময় পকেটে থাকা ৩৫হাজার টাকাসহ স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্রও ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেন ওই প্রধান শিক্ষক।
প্রতিবেদনটি লেখার সময় মোশারফ বাঘার বক্তব্য জানতে তার ব্যাক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল ধরেননি।