রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শ্যাম সুন্দরপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে পাশের ডোবায় পরে চালক রিপন কাজী ও আরোহী মনির আহম্মেদ মোল্লা নিহত হয়েছে।
রিপন কাজী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাংলাট এলাকার শরজল কাজীর ছেলে। আর আরোহী মনির আহম্মেদ মানিকগঞ্জ জেলার শরউপাই এলাকার হাসেম মোল্লার ছেলে।
রাজবাড়ীর পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা মোট্টো গ-১১-৪০৫৪ প্রাইভেট কারটি কালুখালী উপজেলার লারিবারি এলাকায় যাচ্ছিল এ সময় কালুখালী উপজেলার শ্যাম সুন্দরপুর এলাকায় আসার পর নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি ডোবায় পরে যায়।
স্থানীয়দের খবরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে। সেই সাথে প্রাইভেট কারের মধ্যে থাকা চালক রিপন কাজী ও আরোহী মনির আহম্মেদের মরদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ীতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন
রাজবাড়ীতে সড়ক পরিবহন শ্রম আইন কিছু পরিবর্তন করার দাবীতে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ।
গত ১৯ সেপ্টেম্বর ২০১৮ মহান সংসদদে সড়ক পরিবহন আইন ২০১৮ পাশ করেন ।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর অয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানব বন্ধন সে সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২২৮৪) সভাপতি রাকিবুল হাসান পিন্টু , সাধারন সম্পাদক মোঃ আব্দুল রশিদ, মোঃ আশরাফ প্ররামানিক , সহ সভাপতি তোফাজেল হোসেন তুকাই,
এ সময় বক্ত্যরা ৮ দফা দাবী পেশ করেন ,
১. সড়ক দূর্ঘটনাকে দূর্ঘটনা হিসেবে দেখে সকল মামলায় জামিনযোগ্য বিধান সন্নিবেশের দাবী ,
২. শ্রমিকের দন্ডে ৫ লক্ষ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থ দন্ডের বিধান যুক্ত করার দাবী ,
৩. সড়ক দূঘটনা জটিলতর মামলা তদন্তে তদন্ত কমিটিতে শ্রমিক মালিক প্রতিনিধিকে অন্তভুক্ত করার দাবী ,
৪. ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেতে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনী স্থলে ৫ম শ্রেনী নির্ধারণ করার দাবী,
৫. কাগজ পত্র চেকিং এর নামে সড়ক পুলিশের অহেতুক হয়রানী করা বন্ধ কারার দাবী ,
৬. ওয়েস্কেলে জরিমানার পরিমান কমানো ও শাস্তি বাতিলের দাবী,
৭. আইনে কোনকোন ক্ষেত্রে অর্থদন্ডের পরিমান উল্লেখ না থাকায় জটিলতা সৃষ্টি হওয়া সমূহ বিপদ থেকেছে , এটি সংশোধন দাবী , ৮ . আলোচনার মাধ্যেমে অন্যান্য আইন সংশোধন উদ্যোগ নিতে হবে ।