কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে নয়াবাজার কলেজ এ ফ্রি রক্তের গ্রুপ নির্নয় এবং ডোনার রেজিস্ট্রেশন কার্যক্রম সফলতার সাথে শেষ হয়েছে।
গতকাল ৮ অক্টোবর সোমবার দিনব্যাপী নয়াবাজার কলেজ প্র্রাঙ্গনে রক্তের গ্রুপিং এবং ডোনার রেজিস্ট্রেশন কাজ সম্পাদিত হয়।
এতে কলেজের ছাত্র ছাত্রী সহ সকলের মাঝে উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ দেখা যায়। কলেজ কতৃপক্ষ উদ্দ্যেগটি সফল করার জন্য ব্লাড ডোনার্স ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতা করে।
এ সময় প্রায় ৪০০ জনের রক্তের গ্রুপিং করা হয়। এবং ৫০ জনের মতো নতুন ডোনার তৈরি করা হয়। যারা কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবকে প্রতিশ্রতি দেয় যে, যে কোন সময় মূমূর্ষ রোগীর প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত তারা।
উক্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে ব্লাড ডোনার্স গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সুমন আহমেদ সুমন, জুয়েল রানা, রাজীব হাসান রাজু, শাহাদাৎ হোসাইন, সজিব আহমেদ, জিনাত আরা রহমান, আব্দুল আলীম, সজল খান , কার্তিক চন্দ্র সরকার, কাওসার আহমেদ, স্বপন রাজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ,কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব প্রতিষ্ঠার পর হতেই কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব সংকটপূর্ণ সময়ে জরুরী রক্তের যোগান দেয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে এলাকায় বিনামূল্যে মেডিকেল চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছে।
কেরানীগঞ্জের রক্তের সিংহভাগ চাহিদা মিটিয়ে থাকে কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব।
নিউজ ঢাকা ২৪