আমরা অনেকেই মোবাইল চার্জ করতে গিয়ে রাতে চার্জে দিয়ে ঘুমাই আর সকালে বন্ধ করি। আবার অফিসে গিয়ে কম্পিউটারের ডাটা কেবল দিয়ে সারাদিন চার্জে রেখে দেই। আর নিজেদের অজান্তেই এইভাবে নষ্ট করছি আমরা আমাদের প্রিয় ফোনটি। কিন্তু বেশ কিছু নিয়ম মানলেই ব্যাটারী ভালো থাকবে আর ভালো থাকবে সুন্দর ফোনটি।
কী ভাবে মোবাইল চার্জ করা উচিত ? ?
১) সব সময় মোবাইলের সাথে যে চার্জার দেয়া হয় সেটি দিয়েই চার্জ দেয়া উচিত, অন্য ফোনের চার্জার দেখতে এক হলেও চার্জারের ইনপুট আউটপুট এক নাও হতে পারে । ফলে ব্যাটারীর ক্ষতি হতে পারে।
২) ফোনের অরজিনাল চার্জার নষ্ট হতেই পারে, পরবর্তীতে চার্জার কিনলে ফোনের সোরুম থেকে বা ব্রান্ডের চার্জার ব্যাবহার করা উচিত। কমদামী সস্তা চার্জার ব্যবহার না করাই শ্রেয়।
৪) মোবাইলে কখনোই সারারাত চার্জ দেয়া উচিত না। এতে সব সময় ব্যাটারীর ক্ষতি ই হয়।
৫) ফোনটি চার্জে দিলে অন্তত ৮০% চার্জে দিতে হবে। একটু পর পর চার্জ করা উচিত না । একবারে চার্জে বসালে মিনিমাম ৮০% চার্জ করাতে হবে।
৬) অনেকেই চার্জে দিয়ে গেম খেলেন, ফোনে কথা বলেন, বা সোশ্যাল নেটওয়র্কে ব্যস্ত থাকেন। এটা করা উচিত নয়।তা ছাড়া বিস্ফোরণেরও ভয় আছে এতে। এছারাও পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারের সময়ও এটা খেয়াল রাখতে হবে।
৭) মোবাইলের ব্যাটারির লাইফ সাইকেল ভালো রাখতে সপ্তাহে অন্তত একবার পুরো ব্যাটারি খালি করে তার পর চার্জ করবেন । এতে করে আপনার ব্যাটারি অনেক দিন পর্যন্ত ভালোভাবে পারফর্ম করবে।
৮) পাওয়ার ব্যাংক ব্যবহারে সচেতন হন। ভালো মানের পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ না করালে ব্যাটারী ফুলে যায়।
Hi there to all, how is all, I think every one is getting more
from this website, and your views are pleasant in support of
new people.
I all the time used to study piece of writing in news papers
but now as I am a user of net thus from now I am using net for
articles, thanks to web.
This article is truly a nice one it helps new the web users,
who are wishing for blogging.