অতি লোভে তাঁতী নষ্ট’ এই প্রবাদটা হারে হারে টের পাচ্ছে ব্রাজিলিয়ান স্টার নেইমার । ২০১৩ সালে বার্সোলনায় যোগ দানের পরে ছিলেন মেসির ছায়ায়। মেসির সংস্পর্শে থেকে বার্সোলনায় থাকা কালীন দুবার ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় নাম উঠেছিল নেইমার এর (২০১৫-২০১৭)
কিন্তু নেইমারের খায়েশ হলো, তিনি একাই সব পারেন , কারো ছায়ায় থাকায় দরকার নাই তার। নিজে একটি দল হবে তার, যে দলটাকে মানুষ তার নামে চিনবে। সেই দলটাকে তিনি সেরা বানাবেন এবং নিজেও সেরা হবেন।
নেইমারকে আগে সবাই চিনতো সম্ভাবনাময়ী উজ্বল একজন স্ট্রাইকার হিসাবে। যার পায়ে অসাধারন যাদু রয়েছে। প্রতিপক্ষ ডিফেন্স দিশেহারা হয়ে যেত যার ড্রিবলিং এ। কিন্তু এখন মানুষ নেইমার কে চিনে একজন বিরক্তিকর অভিনেতা হিসাবে , অহেতুক এবং অতিরিক্ত ডাইভ দেয়ার জন্য। মানুষ এখন যানে নেইমার একজন মাঠের অভিনেতা যে অহেতুক এবং অতিরিক্ত ড্রাইভ দেয়।
তার সকল অর্জন প্রতিভা আর পারফর্মেন্স ঢেকে গেছে রাশিয়া বিশ্বকাপে করা অতিরিক্ত অভিনয়ের পর্দায়। নেইমারের ভক্তরাও তার উপর এখন বিরক্ত
ফিফা বর্ষসেরা বাছাই করা হয় ফিফা সদস্য প্রতিটা দেশের অধিনায়ক এবং কোচের ভোটের মধ্য দিয়ে। এছাড়া নির্ধারিত ক্রীড়া সাংবাদিক এবং সমর্থকরাও ভোট দেন। চার প্রকার ভোটাভুটিতে সবাই তিনটি করে বাছাই করার সুযোগ পায়।
মজার বিষয় এবার রাশিয়া বিশ্বকাপে নেইমার এতোটাই অভিনয় করেছে যে তাকে কেউ ভোট দেয় নি।
এমনি কি তার দেশের কোচ এবং অধিনায়ক ও তাকে ভোট দেয় নি। তার দেশের কোচ ভোট দিয়েছে লুকা মদ্রিচ, মোহামেদ সালেহ এবং রোনাল্ডকে। ব্রাজিলের অধিনায়ক হোয়াও মিরান্দা ভোট দিয়েছে এমবাপে,মেসি ,রোনাল্ডকে।
সব মিলিয়ে নিশ্চিত নেইমার এবার হিসাব মেলাতে শুরু করেছেন বার্সোলনা ছাড়াটা কি ভুল হলো????
price of lumigan without insurance https://carepro1st.com/
ivermectin for acne https://ivermectin.mlsmalta.com/
hydroxychloroquine manufacturer stock https://hydroxychloroquine.webbfenix.com/
does tamoxifen lower immune system https://tamoxifen.mrdgeography.com/
vidalista 100 https://vidalista40mg.mlsmalta.com/
cheap suhagra https://suhagra.buszcentrum.com/
aurogra over counter walmart https://aurogra.buszcentrum.com/
first time ivermectin use reviews https://ivermectin1st.com/
albuterol inhaler sizes https://amstyles.com/
trial cialis offers https://wisig.org/
coupon for priligy by manufacturer https://ddapoxetine.com/
is generic tadalafil be available https://tadalafil.cleckleyfloors.com/
who makes chloroquine stock https://hydroxychloroquinee.com/
hydroxychloroquine price https://sale.azhydroxychloroquine.com/
acyclovir drug interactions checker https://www.herpessymptomsinmen.org/productacyclovir/