খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম বলেছেন,আগামী নির্বাচন হবেএকটি অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। এ নির্বাচন বানচাল করার মত সাংগঠনিক শক্তি বিএনপি’র নাই।
কাজেই নির্বাচন নিয়ে দেনদরবার করে অতীতেও কোন লাভ হয়নি । এখনও হবেনা। তিনি বলেন, বিএনপি জামায়েত আজও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।এমনকি তারা নির্বাচন বানচালের জন্যও গভীর ষড়যন্ত্র আটছে। এ জন্য তারা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়।সুতরাংবিএনপি’র কোন শর্তই পুরন হওয়ার নয়।
এসময় বিএনপি-জামায়েত চক্রকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী বলেন নির্বাচন বানচালের জন্য বাঁকা পথে হাটলে তার পরিনতি হবে ভয়ংকর। মন্ত্রী বলেন আমি খালি মাঠে গোল দিতে চাইনা। আমি অংশগ্রহন মূলক নির্বাচন চাই । আমি আমানের সাথে নির্বাচন করতে চাই। কিন্তু বিএনপি জামায়েত চক্র তা চায়না। তাদের মূল কাজই হচ্ছে ষড়যন্ত্র করা।
কাজেই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতেহবে। তিনি বলেন,দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমাদের বিজয় ছাড়া আর কোন পথ নাই।
তিনি আরও বলেন, গত ৯ বছর আমি এই এলাকার (ঢাকা-২) এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। অনেক কাজ করেছি। হয়তো সব কাজ করতে পারেনি। ভুল ক্রুটি থাকতে পারে।এজন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে যাতে আপনাদের সেবা করতে পারি সেজন্য দোয়া করবেন।
খাদ্যমন্ত্রী গতকাল কেরানীগঞ্জের বটতলী সিরাজ উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটি তারানগর ইউনিয়ন শাখা আয়োজিত সরকারের উন্নয়ণ-সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন।
ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটির সদস্য মাসুদ আকতার মনির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটির আহবায়ক শফিউল আযম খান বারকুর, সদস্য সচীব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক হাজী আবু সিদ্দিক,দপ্তর সম্পাদক এ্যাড.এনামূল হক, প্রচার সম্পাদক মো.শাহজাহান ভুইয়া ,মো.ফজলুর রহমান. মো.জসীম উদ্দিন প্রমুখ ।
viagra with dapoxetine 200 https://dapoxetine.confrancisyalgomas.com/
fda approved drug ivermectin https://ivermectin.mlsmalta.com/
starting low dose naltrexone https://naltrexoneonline.confrancisyalgomas.com/
hydroxychloroquine 600 mg https://hydroxychloroquine.webbfenix.com/
how to take dapoxetine citrate https://dapoxetine.bee-rich.com/
how long does dapoxetine last https://ddapoxetine.com/
vidalista 20mg pills generic https://vidalista40mg.mlsmalta.com/
how to buy cialis in canada https://wisig.org/
best price for cialis 5mg https://tadalafil.cleckleyfloors.com/
hydroxychloroquine vietnam vets https://hydroxychloroquinee.com/
average cost cialis https://tadalafil365.online/
side effects after stopping tamoxifen https://tamoxifen.mrdgeography.com/
vidalista tablets 20 mg cost https://vidalista.mlsmalta.com/
viagra overdose impact https://viaplz.com/
cialis without doctor prescription http://ciialis.co/