দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর জনসভার অনুমতি পেয়েছে বিএনপি ।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এই জনসভার অনুমতি দিয়েছে ডিএমপি।
নিউজ ঢাকা টুয়েন্টিফোর কে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।
তিনি জানিয়েছেন আগামী ১ সেপ্টেম্বর( সোমবার )বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন আজ বুধবার দুপুরে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন।
সেখানে বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে জনসভা করার জন্য দুই স্থানে অনুমতির বিষয়টি জানানো হলে ডিএমপির কার্যালয় থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা করার জন্য মৌখিক অনুমিত দেয় ।
প্রতিনিধি দলে শহীদউদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
নিউজ ঢাকা ২৪।।
আরো পড়ুন: কেরানীগঞ্জে স্মার্ট আইডি কার্ড বিতরন।
কেরানীগঞ্জে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড বিতরন প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন করা হচ্ছে। কোন প্রকার ঝামেলা ছাড়াই স্মার্ট কার্ড দেয়া হচ্ছে এমনটাই বললেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জনাব মো: জাকির মাহমুদ।
আজ সোমবার উপজেলার আগানগর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরন কার্যক্রম পরিদর্শনে এসে তিনি বলেন, আপাতত আগানগর এবং শুভাড্যা ইউনিয়নে বর্তমানে বিতরন করা হচ্ছে। ইতিমধ্যে কোন্ডা এবং তেঘরিয়া ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরন শেষ হয়ে গেছে। ২৬ সেপ্টেম্বর উপজেলার জিনজিরা ইউনিয়নে স্মার্ট আইডি কার্ড বিতরন করা হবে। এভাবে পর্যায়ক্রমে বাকি ই্উনিয়ন গুলোতে বিতরন করা হবে।
নির্বাচনের আগে সব গুলা ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরন শেষ হবে না বলে যানান তিনি। নির্বাচনের তফসিল ঘোষনা হয়ে গেলে স্মার্ট কার্ড বিতরন বন্ধ থাকবে । নির্বাচন শেষ হলে পরবর্তীতে বাকি ইউনিয়নের স্মার্ট কার্ড গুলো বিতরন করা হবে। নির্বাচনের আগে ৫টি ইউনিয়নে বিতরন করা হবে। এবং নির্বাচনের পরে বাকি ইউনিয়ন গুলো দেয়া হবে।
অনেকেই অভিযোগ করছে ভিতর থেকে তাদের বলা হয়েছে কার্ড প্রিন্ট হয় নি বা আসেনি এরকম প্রশ্নের উত্তরে মো: জাকির মাহমুদ বলেন, এ ধরনের সংখ্যা খুবি অল্প। যাদের স্থায়ী ঠিকানা অসম্পূর্ন ছিলো , ভোটার নিবন্ধন ফর্মে কিছু ঘর খালি ছিলো , কম্পিউটার সিস্টেমের কারনে তাদের স্মার্ট কার্ড প্রিন্ট করা হয় নি। তাদের কে আলাদা ভাবে রেজিষ্টার করে, আলাদা ফর্ম ফিলাপ করিয়ে নেয়া হচ্ছে, কম্পিউটার সিস্টেমে উনাদের স্থায়ী ঠিকানা আপলোড হয়ে গেলে পরবর্তীতে উপজেলা অফিস থেকে তাদের কার্ড সংগ্রহ করা যাবে।
স্মার্ট কার্ড বিতরনের প্রক্রিয়া নিয়ে জাকির মাহমুদ বলেন, স্মার্ট কার্ড বিতরনের তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে তাকে লাইনে দাড়িয়ে একটি টোকেন সংগ্রহ করতে হয় যে তার কার্ডটি কোন কমপাটমেন্টে রয়েছে, পরবর্তী ধাপে তাকে ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিশের ছাপ দিতে হয়। পরবর্তী ধাপে তাকে তার নির্দিষ্ট কমপার্টমেন্ট থেকে কার্ড সংগ্রহ করে পুরাতন কার্ডটি জমা দিয়ে দিতে হয়।
naltrexone shot for alcohol abuse https://naltrexoneonline.confrancisyalgomas.com/
should you take careprost every day https://carepro1st.com/
when will generic vidalista be available https://vidalista.buszcentrum.com/
ivermectin for roundworms in humans https://ivermectin.webbfenix.com/
does cephalexin expire https://keflex.webbfenix.com/
ivomec ivermectin https://ivermectin.mlsmalta.com/
vidalista for sale on ebay https://vidalista.mlsmalta.com/
hydroxychloroquine product insert https://hhydroxychloroquine.com/
hydroxychloroquine off patent https://hydroxychloroquine.mlsmalta.com/
hydroxychloroquine for sale canada https://hydroxychloroquine.webbfenix.com/
how to maximize viagra effectiveness http://droga5.net/
what is vidalista tablets used for https://vidalista40mg.mlsmalta.com/
priligy recommended dosage https://ddapoxetine.com/
best erectile dysfunction medication https://buymeds.mlsmalta.com/
cialis 5 mg bph https://wisig.org/
generic albuterol inhaler for sale https://amstyles.com/
hydroxychloroquine over the counter in canada https://hydroxychloroquinee.com/
doxycycline dose for dogs with lyme disease http://doxycycline.zolftgenwell.org/