মাত্র মাস খানেক হবে, শেষ হয়েছে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বকাপের মাস খানেক পরে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বকাপ জয়ী ফ্রান্স নতুন র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্বের আসনটি দখল করেছে। সেই ২০০২ এর পরে এই প্রথম শীর্ষে ফিরলো তারা।
তবে ফ্রান্সের জন্য সুখবর হলেও দু:সংবাদ পেল আর্জেন্টিনা আর জার্মান সমর্থকরা। নতুন র্যাংকিং এ সেরা দশে তারা নেই। ১৪ ধাপ পিছিয়ে শীর্ষে থেকে জার্মানী বর্তমানে ১৫ তম অবস্থানে চলে গিয়েছে। অন্যদিকে ছয় ধাপ পিছিয়ে আর্জেন্টিনার বর্তমান অবস্থা ১১
আগে নিয়ম ছিলো পয়েন্টের গড় হিসাব করে বিশ্বকাপ ফুটবলের র্যাংকিং ঠিক করা হতো। কিন্তু নতুন নিয়মে কিছুটা পরিবর্তন ঘটেছে। এবার পয়েন্ট হিসাব করা হয়েছে আগের পয়েন্টের সাথে নতুন পয়েন্ট যোগ বিয়োগ এবং ম্যাচ গুলোর হার-জিতের হিসাব যোগ বিয়গ করে।
নতুন নিয়মে র্যাঙ্কিং হওয়ায় ২০০২ সালের পর ফ্রান্স ছয় ধাপ এগিয়ে শীর্ষস্থান অধিকার করেছে। বিশ্ব চ্যাম্পিয়ন এ দলটির বর্তমান পয়েন্ট ১৭২৬। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বেলজিয়াম।অন্যদিকে বিশ্বকাপে চমক লাগানো ক্রোয়োশিয়া ১৬ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে চলে এসেছে। এর আগে সর্বশেষ ২০১৩ তে তারা একবার চতুর্থ হয়েছিলো
ব্রাজিলের অবস্থান তৃতীয়। আগে তারা নাম্বার দুই এ ছিলো। এদিকে উরুগুয়ে ৯ ধাপ এগিয়ে চলে এসেছে ৫ এ। রাশিয়া ২১ সুইডেন ১১ ইংলেন্ড ৬।
তবে নতুন এ র্যাংকিং এ বাংলাদেশের কোন পরিবর্তন আসে নি। আগের মতোই ১৯৪ !!!!!!! ভারত রয়েছে ৯৬ তম স্থানে আর পাকিস্তানের র্যাংকিং ২০১
ফিফা র্যাংকিংয়ের বর্তমান শীর্ষ দশ-
১. ফ্রান্স – ১৭২৬ পয়েন্ট
২. বেলজিয়াম – ১৭২৩ পয়েন্ট
৩. ব্রাজিল – ১৬৫৭ পয়েন্ট
৪. ক্রোয়েশিয়া – ১৬৪৩ পয়েন্ট
৫. উরুগুয়ে – ১৬২৭ পয়েন্ট
৬. ইংল্যান্ড – ১৬১৫ পয়েন্ট
৭. পর্তুগাল – ১৫৯৯ পয়েন্ট
৮. সুইজারল্যান্ড – ১৫৯৭ পয়েন্ট
৯. স্পেন – ১৫৮০ পয়েন্ট
১০. ডেনমার্ক – ১৫৮০ পয়েন্ট