ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত চুল গড়াগড়ি খায় ? অনেক চুল পড়ে ? চুল পড়া ছাড়াও আরেকটি বড়ো কারন হচ্ছে চুলের আগা ফাটা। চুলের আগা যখন ফেটে যায় তখন চুল ভেঙে ভেঙে পড়ে যায়।
সাধারনত চুলে পর্যাপ্ত পুষ্টির অভাব হলে , ঠিক মতো যত্ন নেয়া না হলে চুলের আগা ফাটা শুরু হয়। এর কারনে নষ্ট হয় চুলের স্বাভাবিক সৌন্দর্য।
আসুন যেনে নেয়া যাক, চুলের আগা ফাটা বন্ধে কিছু ঘরোয়া টিপস।
চুল লম্বা না হবার অন্যতম একটি কারন চুলের আগা ফেটে যাওয়া। তাই চুলের আগা ফাটলে এখই ই গিয়ে হেয়ার ট্রিম করে আসুন। এতে চুল বড়ো হবে খুব তাড়াতাড়ি।
আগা ফাটা বন্ধ করতে অবশ্যই শ্যাম্পু করলে চলবে না শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করতে হবে। এতে চুল কম ড্যামেজ হবে।
সপ্তাহে অন্তত ২ বার তবে ৩ বারের বেশি শ্যাম্পু করা ঠিক না।
গরম পানি দিয়ে চুল ধোয়া ঠিক না। চুল ধৌত করতে সব সময় ঠান্ডা পানি ব্যবহার করুন।
চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো, তবে প্রয়োজনে অল্প সময় ব্যবহার করতে হবে।
সপ্তাহে ১ দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন। ডিম, নারিকেল, তেল , মধু, অলিভ ওয়েল দিয়ে মাস্ক ব্যবহার করুন।
আস্তে আস্তে চুল আচড়াবেন। ভেজা চুলে চিড়ুনি আস্তে ব্যবহার করুন। তা না হলে, চুল ফাটার ভয় থাকে।
ভেজা চুলে তোয়ালে দিয়ে জোরে মুছবেন না। এতেও চুলের আগা ফাটার ভয় থাকে।
আরো পড়ুন:
Hello to every body, it’s my first pay a visit of this web site; this blog
carries remarkable and in fact fine material designed for readers.
adreamoftrains best hosting
I am really impressed with your writing skills as well
as with the layout on your blog. Is this a paid theme or did you
customize it yourself? Either way keep up the excellent quality
writing, it is rare to see a great blog like this one today.